ডুবে যাওয়া ‘নৌকা’ আর কখনোই ভাসবে না: হাসনাত
পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হাসনাত বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়।
তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাবও দেয়া হয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়ার প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারের যে সংস্কৃতি চালু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে।
হাসনাত জানান, ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের নিজেদের মধ্যে নিতীগত ভেদাভেদ থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে। কিন্তু আওয়ামী লীগ যে ধরণের ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো তৈরি করেছে রাজনৈতিক দলগুলোতে অপশাসনের যে চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাই না।
তিনি আরও জানান, সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই সংস্কৃতি অব্যাহত রাখে। এটি না হলে আমাদের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে যাবে। এ সময় জুলাই চার্টার এবং জুলাই প্রোক্ল্যাম্যাশনের দ্রুত বাস্তবায়ন চান হাসনাত।
Parisreports / Parisreports
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ
তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির
মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি
ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
পাকিস্তানের অনুমোদন পেল বিমানের ঢাকা-করাচি ফ্লাইট
চট্টগ্রামের তিন থানার ওসি বদলি