লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের
লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এই অঞ্চলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যেই এশিয়ার পরাশক্তি এই দেশটি এই মন্তব্য করল।
এছাড়া সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে বেইজিং সমর্থন করে বলেও জানিয়েছে চীন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, দক্ষিণ আমেরিকায় সম্পর্ক জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন— লাতিন আমেরিকা কোনও দেশের “উঠোন নয়”। বুধবার জাতিসংঘে বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসার সঙ্গে দেখা করার সময় ওয়াং এ কথা বলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে নিউইয়র্কে রয়েছেন। চীন নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান। বেইজিংয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে— বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, “লাতিন আমেরিকা হলো লাতিন আমেরিকান জনগণের আবাসস্থল, কোনও দেশের পেছনের উঠোন নয়।”
তিনি আরও বলেন, “চীন তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় লাতিন আমেরিকার দেশগুলোকে সমর্থন করে এবং বলিভিয়াকে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন করে।”
চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় তার প্রথম বিদেশ সফর করেন।
এছাড়া ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে “আমেরিকা উপসাগর” করেছেন এবং পানামা খাল দখল করার হুমকি দিয়েছে। আর এটি মধ্য আমেরিকার এই দেশকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে প্রত্যাহার করতে অনেকটা প্ররোচিত করেছে।
তবে পানামার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেইজিং। ওয়াং বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, “চীন সর্বদা লাতিন আমেরিকার দেশগুলোর নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হবে”।
Parisreports / Parisreports
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক
অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩
এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা
পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত
চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের
মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয়