রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মোটা শিকলে ভারতীয়দের বাঁধার ভিডিও দেখাল হোয়াইট হাউস


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৫ রাত ১২:৩৪

যুক্তরাষ্ট্র থেকে তিন দফায় ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফ থেকে এবার সেই প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে কার্যত বিজ্ঞাপন আকারে। অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে হাতকড়া পরানোর বিজ্ঞাপন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মোটা মোটা লোহার শিকল মজুত করা রয়েছে আমেরিকার বিমানবন্দরে। রয়েছে একগুচ্ছ হাতকড়া। অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে। তার পর তাদের হাতে পরানো হচ্ছে হাতকড়া। 

শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে দুই পা। সেই অবস্থায় অবৈধ অভিবাসীরা বিমানে উঠছেন। ফিরছেন নিজেদের দেশে। এই গোটা প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস। অবৈধদের দেশে ফেরানোর প্রক্রিয়াকে ডোনাল্ড ট্রাম্প সরকারের বিজ্ঞাপন হিসাবে দেখানো হচ্ছে। ওই ভিডিও নিয়ে পোস্ট করেছেন ইলন মাস্কও।

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় একাধিক দেশে মার্কিন বিমানবাহিনীর বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে। 

ভারতেও পর পর তিনবার এসেছে সেই মার্কিন বিমান। দেশের মাটিতে পা রেখে অবৈধ অভিবাসীরা জানিয়েছেন, তাদের উপর অত্যাচার করা হয়েছে। পায়ে শিকল বেঁধে, হাতকড়া পরিয়ে তাদের রাখা হয়েছে বিমানে। এমনকি, ঘণ্টার পর ঘণ্টা কাউকে শৌচাগার ব্যবহার করতেও দেওয়া হয়নি।

ভারতীয় অভিবাসীদের সঙ্গে এই ধরনের আচরণে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভারতীয়দের সঙ্গে আমেরিকার সরকারের এই আচরণ অসম্মানজনক। এর ফলে বিশ্বের দরবারে ভারতের সম্মানহানি হচ্ছে। 

এমনকি, আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরেও পরিস্থিতি পাল্টায়নি। এবার সেই বিষয়টিকেই বিজ্ঞাপন হিসাবে প্রচার করছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবকের আপাদমস্তক পরীক্ষা করে দেখছেন বিমানবন্দরের কর্মকর্তা। তার পর মোটা মোটা শিকল বার করা হচ্ছে বাক্স থেকে। 

যুবকের পা শিকল দিয়ে বাঁধা হচ্ছে। হাতে হাতকড়া, পায়ে শিকল পরে বিমানের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছেন অবৈধ অভিবাসী। তবে এই ভিডিওতে কারো মুখ দেখানো হয়নি। ক্যামেরার দিকে তারা পিছন ফিরেই ছিলেন।

ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, অবৈধ ভিন্‌গ্রহীদের বিতাড়নের বিমান। মাস্কও এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে বিদ্রুপ করে লিখেছেন, ‘হাহা, অসাধারণ!’

ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর অবৈধ অভিবাসী প্রসঙ্গে সংসদে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নতুন নয়। এটা মার্কিন সরকারের নিয়মের মধ্যেই পড়ে। 

তবে ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না-করা হয়, সেবিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকারের আলোচনা চলছে। তার দাবি, নারী এবং শিশুদের শিকল বা হাতকড়া পরানো হচ্ছে না।

Parisreports / Parisreports

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪

মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ 

বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানলেন জেলেনস্কি

গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

ভারতীয় মুসলিমদের হজের কোটা ৮০ শতাংশ কমালো সৌদি আরব

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই

গাজায় গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ-এর বিক্ষোভ সমাবেশ