শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৫ রাত ১২:৪২

ফ্রান্সের ইউনেস্কো সদর দফতরে আজ থেকে শুরু হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান । ২০-২১ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ পরিষদ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ২০২৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে দিবসটির রজত জয়ন্তী উদযাপনের জন্য ইউনেস্কো নির্বাহী পর্ষদের ২১৯তম সভায় একটি রেজল্যুশন উত্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ইউনেস্কোর ৬৬টি সদস্য দেশের সমর্থনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়, যা বাংলাদেশের জন্য একটি অনন্য কূটনৈতিক অর্জন। প্রথম দিনের আয়োজনে থাকছে  ভাষাবিদ ও গবেষকদের সম্মেলন। ভাষা বিশেষজ্ঞ ও গবেষকরা মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারের বিষয়ে আলোচনা করবেন । 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবারে শান্তির জন্য বহুভাষিক দৃষ্টিভঙ্গি,  জরুরি পরিস্থিতিতে বহুভাষিক শিক্ষা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বহুভাষিক শিক্ষা এছাড়াও, ইউনেস্কো গত ২৫ বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অভিজ্ঞতা পর্যালোচনা করছে এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মাতৃভাষা-ভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করবে।

২১ ফেব্রুয়ারি রজত জয়ন্তী উদযাপনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার থাকার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইউনেস্কোর ওয়েব স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচারিত হবে।এবারের আয়োজনে ইউনেস্কো প্রথমবারের মতো মন্ত্রী পর্যায়ের আলোচনা আয়োজন করেছে। বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের মন্ত্রী-পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংস্কৃতি বিষয়ক মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আলোচনায় অংশ নিয়েছেন।বাংলাদেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক অর্জন বাংলাদেশ মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারের বৈশ্বিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে। জাতিসংঘের অফিসিয়াল ভাষায় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নীতিপত্র অনূদিত হওয়ায় বিভিন্ন ভাষাভাষীর জনগণের জন্য তা সহজবোধ্য নয়। 

এই প্রতিবন্ধকতা দূর করতে বাংলাদেশ সরকার ইউনেস্কোতে রেজল্যুশন গ্রহণ করেছে, যা অংশগ্রহণমূলক বৈশ্বিক নীতি নির্ধারণে যুগান্তকারী ভূমিকা রাখবে।এছাড়া, এবারই প্রথমবারের মতো ইউনেস্কো পুরো অনুষ্ঠানটি জাতিসংঘের অফিসিয়াল ভাষার পাশাপাশি সংকেত ভাষায় অনুবাদের ব্যবস্থা করেছে, যা বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত রেজল্যুশনের অংশ।বাংলাদেশ দূতাবাস, প্যারিসের এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাদের আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য মনোনীত করেছে। এই পদক প্রদান করবেন মাননীয় প্রধান উপদেষ্টা।বাংলাদেশ দূতাবাস, প্যারিসের অনুরোধে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজনকে সফল করতে একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল পাঠিয়েছে। সাংস্কৃতিক আয়োজনের মূল প্রতিপাদ্য "বাংলাদেশের ৭২ বছরের ভাষা সংগ্রাম ও উন্নয়ন"। 

এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হবে।সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী, পরিচালক আব্দুল্লাহ আল নূর ও সংগীত পরিচালক জাহিদ। এতে বাংলাদেশের পাশাপাশি আজারবাইজান, মলদোভা, শ্রীলংকা, ভারত, পেরু, তাঞ্জানিয়া, মরক্কো, লুক্সেমবুর্গ, রাশিয়া, চীন, ইউক্রেন ও কাজাকস্তান অংশ নিচ্ছে।এই সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ইউনেস্কোর ওয়েব স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের পরিবেশনা হবে ১১:১৫ থেকে ১১:৩৫ পর্যন্ত। বাংলাদেশের এই কূটনৈতিক অর্জন ও সাংস্কৃতিক অংশগ্রহণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব আরও বৃদ্ধি করবে। আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। 

ইউনেস্কোর আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্যারিসস্থ কূটনৈতিক মিশন ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নিচ্ছেন।দুই দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ তার কূটনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন সাফল্য অর্জনের আশা করছে।

Parisreports / Parisreports

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে কাজী নজরুল ইসলামের ইসলামী গানের তাৎপর্য শীর্ষক ইফতার ও দোয়া 

ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা 

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল 

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে আইয়ুব ট্রেডিং কোম্পানির এমডির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ফ্রান্স শাখায় কমিটি নিয়ে তদবির 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই-আগস্টে আহতদের তারেক রহমানের আর্থিক সহায়তা 

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৭৭ বাংলাদেশি গ্রেফতার