বৃহষ্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৫ রাত ১২:৪৫

বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। এ উপলক্ষে রবিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্য অতিথিদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ সময় অতিথিরা বিওয়াইডি সিলায়ন ৬-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।

বিওয়াইডি সিলায়ন ৬-এর ‘ওশান অ্যাস্থেটিকস’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি ও এ খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য।

এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে এক হাজার ৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব, যা গাড়িপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এ ছাড়াও এডিএএস, ৩৬০ এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরো সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে -১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ।

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩.৯ লাখ টাকা। অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি; এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য আট বছর বা এক লাখ ৬০ হাজার কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য আট বছর বা এক লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি।

Parisreports / Parisreports

চলছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনছে ডিএক্স গ্রুপ

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দারাজের রমজান ক্যাম্পেইনে বিশাল ছাড়

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

কৃষক-জেলেদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগের পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা

১০ হাজার কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ