ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

ওয়ালটন তাদের নতুন সিনেক্সা (CiNEXA) ব্র্যান্ডের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে নিয়ে এসেছে, যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি। এই ডিসপ্লেগুলো যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। বিশেষত, করপোরেট অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, ব্যাংক ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের জন্য এটি আদর্শ।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে আধুনিক ডিজিটাল বিজ্ঞাপনের জন্য একটি স্মার্ট সমাধান। এটি অফিস, করপোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত এবং বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাথমিকভাবে ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলের দুটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে এসেছে। ৪৯ ইঞ্চি মডেলে রয়েছে ফুল এইচডি, এলইডি ডিসপ্লে; যার রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ইউএইচডি ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। উভয় মডেলের দাম যথাক্রমে ১,৬৭,৫০০ টাকা এবং ২,১৮,৫০০ টাকা। এ ছাড়া ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা রয়েছে এবং করপোরেট ক্লায়েন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লের অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল; যা প্রতিটি কনটেন্টকে প্রাণবন্ত ও স্পষ্ট করে তোলে। এতে ব্যবহৃত ৬৪ বিটের কর্টেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর ও মালি-জি৫২ জিপিইউ ডিসপ্লেটিকে দ্রুতগতি ও মাল্টিটাস্কিংয়ে সক্ষম করেছে। এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ; যা উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।
এই ডিসপ্লেতে উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে দুটি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার নিয়ে আসা হয়েছে। কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.২; যা স্থিতিশীল ও দ্রুত সংযোগ দেয়। ইউএসবি ৩.০, ২.০ ও আরজে৪৫ ইন্টারফেসের মাধ্যমে সহজে বিভিন্ন ডিভাইস সংযোগ করা সম্ভব।
Parisreports / Parisreports

চলছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনছে ডিএক্স গ্রুপ

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দারাজের রমজান ক্যাম্পেইনে বিশাল ছাড়

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

কৃষক-জেলেদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগের পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা
