বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬ অবৈধ এজেন্ট গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৫ রাত ১১:১৯

মালয়েশিয়ায় অভিবাসী কর্মী সরবরাহকারী ৫ বাংলাদেশি ও এক পাকিস্তানি অবৈধ এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ মার্চ) ক্লাং উপত্যকার আশেপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের তামান কেমুনিং উটামা, শাহ আলম, তামান পান্ডান চাহায়া, আমপাং এবং জালান দাতুক ইউসফ-এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০ থেকে ৫০ বছর বয়সী ছয় বিদেশি এজেন্টকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে একজন নিয়োগকর্তাও রয়েছে। অভিযানে তার দল ৩৯৪ কপি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, দুটি ভারতীয় পাসপোর্ট, নয়টি পাকিস্তানি পাসপোর্ট, একটি ফিলিপাইনের পাসপোর্ট জব্দ করেছে। এ ছাড়াও তিনটি মোবাইল ফোন, একটি কোম্পানির স্ট্যাম্প এবং নগদ ১২ হাজার ৫৫০ রিঙ্গিত এবং একটি হোন্ডা ইনসাইট হাইব্রিড গাড়িও জব্দ করা হয়।  

তার মতে, সিন্ডিকেটটি এক বছর ধরে কাজ করছে এবং বিদেশি কর্মী কোটার জন্য আবেদন না করে কালো তালিকাভুক্ত নিয়োগকর্তাদের কাছে কর্মী সরবরাহ করার একটি পদ্ধতি ব্যবহার করে আসছিল। তারা প্রতিটি কর্মীর জন্য প্রতি বছর ৪,০০০ থেকে ৬,০০০ রিঙ্গিত হারে বর্ধিত অস্থায়ী কর্ম পরিদর্শন পাস পরিষেবাও অফার করে।

জাকারিয়া আরও বলেন, আরও তদন্তে দেখা গেছে, একজনের বৈধ পাস ছিল, একজনের মেয়াদ শেষ হয়ে গেছে, দুজন ব্যক্তি পাসের শর্ত লঙ্ঘন করেছেন, অন্য দুজনের কাছে কোনও বৈধ ভ্রমণ নথি ছিল না। গ্রেফতারদেরকে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

Parisreports / Parisreports

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক

অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের

হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা

পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত

চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা

তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয়

অভিবাসন প্রত্যাশীদের গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিলের ঘোষণা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর