মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬ অবৈধ এজেন্ট গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসী কর্মী সরবরাহকারী ৫ বাংলাদেশি ও এক পাকিস্তানি অবৈধ এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ মার্চ) ক্লাং উপত্যকার আশেপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের তামান কেমুনিং উটামা, শাহ আলম, তামান পান্ডান চাহায়া, আমপাং এবং জালান দাতুক ইউসফ-এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০ থেকে ৫০ বছর বয়সী ছয় বিদেশি এজেন্টকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে একজন নিয়োগকর্তাও রয়েছে। অভিযানে তার দল ৩৯৪ কপি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, দুটি ভারতীয় পাসপোর্ট, নয়টি পাকিস্তানি পাসপোর্ট, একটি ফিলিপাইনের পাসপোর্ট জব্দ করেছে। এ ছাড়াও তিনটি মোবাইল ফোন, একটি কোম্পানির স্ট্যাম্প এবং নগদ ১২ হাজার ৫৫০ রিঙ্গিত এবং একটি হোন্ডা ইনসাইট হাইব্রিড গাড়িও জব্দ করা হয়।
তার মতে, সিন্ডিকেটটি এক বছর ধরে কাজ করছে এবং বিদেশি কর্মী কোটার জন্য আবেদন না করে কালো তালিকাভুক্ত নিয়োগকর্তাদের কাছে কর্মী সরবরাহ করার একটি পদ্ধতি ব্যবহার করে আসছিল। তারা প্রতিটি কর্মীর জন্য প্রতি বছর ৪,০০০ থেকে ৬,০০০ রিঙ্গিত হারে বর্ধিত অস্থায়ী কর্ম পরিদর্শন পাস পরিষেবাও অফার করে।
জাকারিয়া আরও বলেন, আরও তদন্তে দেখা গেছে, একজনের বৈধ পাস ছিল, একজনের মেয়াদ শেষ হয়ে গেছে, দুজন ব্যক্তি পাসের শর্ত লঙ্ঘন করেছেন, অন্য দুজনের কাছে কোনও বৈধ ভ্রমণ নথি ছিল না। গ্রেফতারদেরকে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
Parisreports / Parisreports

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে "প্রতিবাদী কবিতাপাঠ "

ভারী বর্ষণ-বজ্রপাতে ভারত ও নেপালে শতাধিক প্রাণহানি

৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬০০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি

প্যারিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ
