ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন

দেশজুড়ে টিভি দর্শকদের বিনোদন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাইলফলক এই পদক্ষেপটি উদ্যাপন করতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, উপহার হিসেবে গ্রামীণফোনের এক্সক্লুসিভ জিপি প্লে প্যাক পাবেন হাইসেন্স টিভির ক্রেতারা। এর ফলে দর্শকরা বেশ কয়েকটি জনপ্রিয় স্ট্রিমিং সেবা উপভোগ করতে পারবেন যা তাদের বিনোদন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। জিপি প্লে প্যাকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাবেন গ্রাহকরা।
বিভিন্ন ধরনের টিভির জন্য বিবিধ কনটেন্ট নিয়ে এসেছে জিপি প্লে প্যাক। এই প্যাকের মাধ্যমে হাইসেন্সের এফএইচডি, ইউএইচডি ও কিউএলইডি টিভিতে অ্যাক্টিভেশনের পর থেকে বিনামূল্যে ১২ মাস পর্যন্ত হইচই, চরকি, টি-স্পোর্টস ও সনি লাইভ উপভোগ করতে পারবেন গ্রাহকরা; যা দেবে নিজস্ব পছন্দ অনুযায়ী মানসম্মত কনটেন্ট উপভোগের সুযোগ।
গ্রামীণফোন ও ফেয়ার ইলেকট্রনিক্স উভয় কোম্পানির লক্ষ্য হচ্ছে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল সেবা প্রদান করা; সহযোগিতামূলক এই পদক্ষেপ এরই প্রতিফলন। এর ফলে মানসম্মত টেলিভিশনের সাথে প্রিমিয়াম স্ট্রিমিং সেবা যুক্ত হওয়ায় দর্শকদের হাতের মুঠোয় এলো সেরা মানের সব বিনোদন কন্টেন্ট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ। তিনি বিনোদন খাতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন এবং এই পার্টনারশিপ কীভাবে গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন।
ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, " প্রিমিয়াম কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পার্টনারশিপ এরই প্রতিফলন, এটি হাইসেন্স টিভিতে সেরা বিনোদন নিশ্চিত করবে।"
অনুষ্ঠানের শেষভাগে উভয় কোম্পানি বাংলাদেশের ডিজিটাল বিনোদন খাতের অগ্রগতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এখন থেকে নির্দিষ্ট মডেলের লাইসেন্স টিভি কিনলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন জিপি প্লে প্যাক যা বাজারের সেরা অফারগুলোর একটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, ডিরেক্টর এম. শাওন আজাদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস অরভিদ চৌধুরী, মো. মাহবুবুল আলম ভূইয়া, হেড অফ ইন্টারনেট এন্ড ব্রডব্যান্ড, জাহিদুজ্জামান, হেড অফ ডিজিটাল প্লাটফর্ম, জেনারেল ম্যানেজার এ. কে. এম. হাবিবুল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মাহমুদা সুলতানাসহ মার্কেটিং ও প্রডাক্ট ডিপার্টমেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. মুশফিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার মো. শাহিদুজ্জামান। তাদের সম্মিলিত উপস্থিতিতে এই পার্টনারশিপের গুরুত্ব প্রতীয়মান হয়েছে, তারা সবাই ডিজিটাল বিনোদনের প্রসারে সংকল্পবদ্ধ।
Parisreports / Parisreports

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

ভিন্নরকম ফিচারের ব্র্যান্ড রেসি, কী পণ্য নিয়ে এলো দেশে

যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে

ইউমিডিজি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’উন্মোচন

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

রমজান ও ঈদের সেরা মুহূর্ত শেয়ার করে জিতে নিন ভিভো ভি৫০ ফাইভজি

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো

ওয়ালটন এর ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

এমডব্লিউসি ২০২৫-এ এআই ও ইকো-টেক উদ্ভাবন দেখালো ইনফিনিক্স

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো
