বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৫ রাত ১১:৫৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দীর্ঘ কয়েক মাস ধরে ব্যবস্থাপনা কমিটি না থাকায় প্রায় সব ধরনের কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বেসিসের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে পুনরায় এর কার্যক্রম শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় আজ বেসিসের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন এসআইসিআইপি (সিসিপ) প্রকল্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইস্কাটনে অবস্থিত সিসিপ অফিসে আয়োজিত এই বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে খুব শিগগিরই বেসিস নতুন মাত্রায় এসআইসিআইপি প্রকল্পের কার্যক্রম শুরু করবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর যুগ্মসচিব মো. মঞ্জুর আলম প্রধান এবং এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর উপসচিব মোহাম্মদ আফজাল হোসেন।

বৈঠকে বেসিস প্রশাসক বলেন, “তথ্যপ্রযুক্তি খাত দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসিস দেশের আইটি শিল্পের কেন্দ্রীয় সংগঠন হিসেবে এই অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বেসিসের স্থবির কার্যক্রম আবারও নতুন গতিতে এগিয়ে যাবে এবং দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।”

Parisreports / Parisreports

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স

 ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো

সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা

এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো 

গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন

আইফোন ১৭-তে কী আছে?

ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট

বাংলাদেশে সেলসফোর্স-এর “মিউলসফট কানেক্ট: এআই”

দেশে যাত্রা শুরু করল ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০