শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৮৬ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১২:৩৪

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১৮৬ জন অভিবাসনপ্রত্যাশী। বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

আইওএমের মুখপাত্র তামিম এলিয়ান বার্তা সংস্থা এপিকে বলেন, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উপকূলে দু’টি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ১৮১ জন অভিবাসী এবং পাঁচজন ইয়েমেনি ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, একই সময়ে আফ্রিকার জিবুতির উপকূলে আরও দু’টি নৌকা ডুবে যায়। সেখান থেকে দুই অভিবাসীর মরদেহ এবং বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেনে আইওএম মিশনের প্রধান আবদুসাত্তোর এপিকে বলেন, তীব্র বাতাসের কারণে দু’টি নৌকা যাত্রা শুরু করার পর জিবুতির সমুদ্র সৈকতের কাছে ডুবে যায়।

এপি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ গভর্নরেটের ধুবাব জেলায় ডুবে যাওয়া তৃতীয় নৌকাটিতে ৩১ জন ইথিওপীয় অভিবাসী এবং তিনজন ইয়েমেনি ক্রু ছিলেন। এই অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের।

নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশ থেকে এসেছিলেন, সে সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইওএম। তবে ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই ইথিওপিয়া থেকে আসা। কারণ গৃহযুদ্ধ কবলিত পূর্ব আফ্রিকার এই দেশটির লোকজনের মধ্যে সম্প্রতি দেশত্যাগের ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো। সেসব দেশে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীরা।

জিবুতি থেকে ইয়েমেনে আসতে লোহিত সাগরের যে রুট ব্যবহার করেন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি। এই পথে নৌকাডুবির ঘটনাও ঘটে প্রায়েই। গত জানুয়ারি মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন ২০ জন ইথিওপীয়।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে গিয়েছেন ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।

Parisreports / Parisreports

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে "প্রতিবাদী কবিতাপাঠ "

ভারী বর্ষণ-বজ্রপাতে ভারত ও নেপালে শতাধিক প্রাণহানি

৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি

বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬০০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি

ছবি:  রয়টার্স

প্যারিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ

‘গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ২ শতাধিক সংবাদকর্মী’