ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৮৬ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১৮৬ জন অভিবাসনপ্রত্যাশী। বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
আইওএমের মুখপাত্র তামিম এলিয়ান বার্তা সংস্থা এপিকে বলেন, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উপকূলে দু’টি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ১৮১ জন অভিবাসী এবং পাঁচজন ইয়েমেনি ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, একই সময়ে আফ্রিকার জিবুতির উপকূলে আরও দু’টি নৌকা ডুবে যায়। সেখান থেকে দুই অভিবাসীর মরদেহ এবং বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেনে আইওএম মিশনের প্রধান আবদুসাত্তোর এপিকে বলেন, তীব্র বাতাসের কারণে দু’টি নৌকা যাত্রা শুরু করার পর জিবুতির সমুদ্র সৈকতের কাছে ডুবে যায়।
এপি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ গভর্নরেটের ধুবাব জেলায় ডুবে যাওয়া তৃতীয় নৌকাটিতে ৩১ জন ইথিওপীয় অভিবাসী এবং তিনজন ইয়েমেনি ক্রু ছিলেন। এই অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের।
নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশ থেকে এসেছিলেন, সে সম্পর্কিত কোনো তথ্য দেয়নি আইওএম। তবে ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই ইথিওপিয়া থেকে আসা। কারণ গৃহযুদ্ধ কবলিত পূর্ব আফ্রিকার এই দেশটির লোকজনের মধ্যে সম্প্রতি দেশত্যাগের ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো। সেসব দেশে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীরা।
জিবুতি থেকে ইয়েমেনে আসতে লোহিত সাগরের যে রুট ব্যবহার করেন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি। এই পথে নৌকাডুবির ঘটনাও ঘটে প্রায়েই। গত জানুয়ারি মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন ২০ জন ইথিওপীয়।
আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে গিয়েছেন ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।
Parisreports / Parisreports
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক
অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩
এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা
পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত
চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের
মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয়