শনিবার, ১৯ জুলাই, ২০২৫

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ২৪-৩-২০২৫ রাত ৯:৭

অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘সলিডারিটি আজি ফ্রান্স’ আয়োজিত “বাণিজ্য মেলা বা ঈদ বাজার ২০২৫। প্যারিসে রিপাবলিক চত্বরে ২৩শে মার্চ অনুষ্ঠিত হয়ে গেল এই বর্ণাঢ্য ঈদ আয়োজন। 

ফ্রান্সে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য গতকাল ছিল ব্যতিক্রমী দিন। উৎসবের আমেজ প্রাকৃতির ছোঁয়া পাশে জীবনের ব্যস্ততার মাঝেও ঘরের উষ্ণতা কিছু মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল আনন্দের উৎস। ঈদ আসতে আর বেশি দেরি নেই এই সময়ে সাফ’ র এমন উদ্যোগ যেন প্রবাসীদের হয়ে উঠেছিল অকাল বৈশাখীর মতো প্রশান্তি।

মেলার শুরুতেই সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে কতৃক  স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়। মূলত নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে পরিচিত করানোর এবং সমাজে অবদান রাখার সুযোগ করে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এ মেলার আয়োজন।সর্বোপরি এ মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশের একটা মিলনমেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেলা সম্পর্কে ।

সকাল ১০ টা থেকেই মেলার সকল অংশগ্রহণকারীর আগমনের মধ্য দিয়ে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন ছিল। কুইজ প্রতিযোগিতা, খেলা সহ বাচ্চাদের জন্য ছিল  বিশেষ আয়োজন। 

মেলায় আগত একজন দর্শনার্থী নিশাত নওরিন জানান, প্রথমবারের মতো তিনি এই মেলায় অংশগ্রহণ করেন। দূর প্রবাসে পরিবার ছেড়ে মাঝে মাঝে অনেক বিষন্নতায় ভোগেন। একসাথে এত বাঙালির মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে নিজের আনন্দময় অভিব্যক্তি প্রকাশ করেন এবং প্রতিবার অংশগ্রহণের দৃঢ় আশা ব্যক্ত করেন।

মেলায় অংশগ্রহণকারী আরেক দর্শনার্থী অর্পিতা ঘোষ জানান, এর আগে একবার অংশগ্রহণ করে তিনি এতটাই আনন্দিত ছিল যে দ্বিতীয়বার অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে পারেননি।

রাদিয়া তাহমিম নামের মেলায় অংশগ্রহণকারী আরেকজন  জানান, তিনি সাফ কর্তৃক আয়োজিত ঈদ মেলার নিয়মিত একজন দর্শনার্থী। প্রতিবছর এই মেলায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। মেলার প্রতিটা বিষয় তাকে ভীষণভাবে মুগ্ধ করে বলে জানান। 

মেলার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশীদের মাঝে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরা। তারা আমাদের সংস্কৃতি এবং পোশাকের বিশেষ  প্রশংসা করেন। ঈদ বাজারে ছিল পণ্যের সমাহার বাংলাদেশী শাড়ি, সালোয়ার কামিজ ফতুয়া, আতর, জুয়েলারি থেকে শুরু করে বাহারি খাবারদাবার। মেলায় প্রায় পঞ্চাশের অধিক স্টল ছিল।

Parisreports / Parisreports

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান সম্পন্ন 

প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

মস্কো মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’

প্যারিসে বাংলাদেশের কড়াইল বস্তি

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’ এর উদ্বোধন

প্যারিসে ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন 

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন 

বাংলা কাগজ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক এনায়েত সোহেল