আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে সড়ক-মহাসড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আজ ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দয়ে। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে গতকাল (রোববার) ভোররাত ৪টার দিকে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাসের পিছনের ও একটি বাসের সামনের অংশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হয় আরও কয়েকজন।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Parisreports / Parisreports

আশ্বিনের শেষে ঘন কুয়াশায় মোড়ানো পঞ্চগড়

স্বামীর বিষপানের খবর শুনে স্ত্রীর আত্মহত্যা

তালাবদ্ধ দোকানঘরে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নেত্রকোণায় স্পিডবোট উল্টে ৪ বরযাত্রী নিখোঁজ

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কোটি ৯ লাখ টাকা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

একই পরিবারের ৪ জনের মরদেহ

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি
