শুক্রবার, ৯ মে, ২০২৫

চাঁদপুর শাহরাস্তিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১১:৫৯

চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা'র (৬ বছর ফুর্তি উপলক্ষে) দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা'র উদ্যোগে গ্রামের মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ দিনের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং সম্পূর্ণ বিনা ভিজিটে সবার জন্যে ডাক্তারের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার ২ মে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার অফিস সংলগ্ন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ১২০০ হতদরিদ্র অসুস্থ রোগী। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, টেস্ট করানো হয়। পাশপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন।  স্থানীয়রা দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পের এই সেবা পেয়ে অত্যাধিক খুশি হন। তারা জানান, শহরে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট এবং প্রয়োজনীয় ঔষধ পেয়েছেন। চারজন এমবিবিএস ডাক্তার এই সেবা প্রদান করেন। 

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সদস্য মঞ্জুর হোসেন সজিব বলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার একটি অরাজনৈতিক মানবিক জনসেবামূলক সংগঠন। সংগঠনটি ১৭ নং রায়শ্রী (উ.)  ইউনিয়নের তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে। এছাড়াও এলাকার চাকরিজীবী, মৎস্যজীবী, ব্যবসায়ীরা ও সব চেয়ে বেশি অবদান প্রবাসীদের এই সংগঠনের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দায়িত্বরত হিসেবে ছিলেন, ডা.আবদুল্লাহ আল মুহাইমিন, মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস (ঢাকা) সিসিডি (বারডেম)। ডা. শাহনাজ ইরফাত সাথী, এমবিবিএস (সি.ইউ) পিজিটি (গাইনী এন্ড অবস) সিসিডি (বারডেম)। সহ নেতৃতে মোট সাত জনের মেডিকেল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসুতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্নয়ে সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই সেবা পেয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Parisreports / Parisreports