বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন 


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ রাত ১১:৪৫

ফ্রান্সে বসবাসরত জুড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও  পিকনিক সম্পন হয়েছে। সোমবার প্যারিসের উপকণ্ঠে অবস্থিত পার্ক দ্য লা কর্নভে সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় প্রায় দেড় শতাধিক জুড়ী উপজেলার বাসিন্দা ও ফরাসি প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন। মিলনমেলায় নারী-শিশুর অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত।  শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পার্কে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রবাসীরা পারস্পরিক কুশল বিনিময় এবং অন্তরঙ্গ আড্ডায় মেতে ওঠেন।

২০২২ সালের ৯ অক্টোবর প্যারিসে প্রতিষ্ঠিত হয় জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিজ উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে বলে দাবি করেছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা। 

এরই ধারাবাহিকতায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ তানভীর ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রব।

মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল, হাঁড়ি ভাঙা, বেলুন ফাটানো, বালিশ খেলা এবং শিশুদের জন্য বিশেষ ক্বেরাত প্রতিযোগিতা। খেলাধুলার পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যেখানে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, উপদেষ্টা কমর উদ্দিন, মাওলানা বশির উদ্দিন, মাসুক খান, আব্দুল গফুর, আব্দুল কাদির, সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আতাব উদ্দীন, সাইন উদ্দীন ও খায়রুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আছাদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী সুমন, জাবেদ আহমেদ, তায়েফ চৌধুরী, সৌরভ সাব্বির, তারেকুল ইসলাম, রাজু আহমেদ, আজিম উদ্দিন, আবু বক্কার, আতিকুর রহমান ও জুবের আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।

Parisreports / Parisreports

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান

পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?

সুইজারল্যান্ড বিশ্বের ‘সবচেয়ে প্রতিযোগিতামূলক’ দেশ

প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

ভিগনিউ-সুর-সেনের মেলায় বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া

আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন 

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ  

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান