সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বেলা আড়াইটার দিকে আবু আলম শহীদ খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে আদালতে তোলা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত ২৮ অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলামের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান এই ‘মঞ্চ ৭১’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ আছে। শাহবাগ থানার একই মামলায় তাকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটিতে অভিযোগ করা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী (৭৫) ও অন্যরা ‘মঞ্চ ৭১’ এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছিলেন। তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র ও অন্যদেরকে প্ররোচনার অপরাধ করেছেন।
এই মামলায় আবু আলম শহীদ খানের নাম আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। মামলা দায়ের করার সময় যাদের আসামি করা হয়েছিল তারা হলেন— সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো.আব্দুল্লাহীল কাইয়ুম।
Parisreports / Parisreports

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে

২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন নামঞ্জুর

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু

১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আইভী

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
