বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ১০:২৩

আসছে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিশেষ পরিস্থিতিতে বিমানযাত্রীদের ভোগান্তি এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এর ফলে ওই এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এই অবস্থায় বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- উভয় রুটের যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর বৃহস্পতিবার সকালে তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। দলটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিশাল জমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধশাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটাদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
মূলত এই জনসমাগম ঘিরেই বিমানবন্দর ও উত্তরামুখী প্রধান সড়কগুলোতে যান চলাচলে ধীরগতি বা অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে।

বিপুল এই জনসমাগম সামাল দিতে এবং বিমানবন্দরের অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এরই মধ্যে সতর্ক অবস্থান নিয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যানজটের কারণে কোনো যাত্রী যেন ফ্লাইট মিস না করেন, সেজন্য ট্রাফিক পুলিশ ও বিমান কর্তৃপক্ষ বারবার সতর্কতা অবলম্বন করতে বলছেন। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের হাতে ৩ থেকে ৪ ঘণ্টা অতিরিক্ত সময় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Parisreports / Parisreports

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

২৫ ডিসেম্বর বিমান যাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে হামলা, গ্রেপ্তার ৯

রাজধানীতে বাসা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি