ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই এখন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী থেকে শুরু করে গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনের তারকারা— সবাই এই ডিজিটাল জনপরিসরে সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪তম। রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।
সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্লাটফর্ম সোশ্যাল ব্লেড এর তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এঙ্গেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেড র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় তারেক রহমানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।
উল্লেখ্য, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।
Parisreports / Parisreports
ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান
ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি
ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু
উত্তরায় ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ
তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির
মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি
ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট