ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, চালক-হেলপার কারাগারে

রাজধানীর সচিবালয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার মামলায় চালক বেলাল হোসেন সুমন ও সহকারী মো. ফরহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে আজ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে যায়। এরপর রাত ৩টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোস বা পাইপ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনের রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কাওরান বাজারগামী ট্রাকে আসামিরা দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়। এ সময় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও সাধারণ জনতা ট্রাকের চালক বেলাল হোসেন সুমন ও হেলপার মো. ফরহাদকে ট্রাকসহ আটক করে।
Parisreports / Parisreports

১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আইভী

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মমতাজের রিমান্ড শুনানি ঘিরে আদালতে হট্টগোল

ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট
