শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই

রাজধানীতে শুরু হওয়া আবাসন মেলার শেষদিন আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)। রাত ৯টায় মেলার পর্দা নামছে। মেলার শেষ দিন ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। প্রায় প্রতিটি স্টলেই রয়েছে ক্রেতার উপস্থিতি। অপরদিকে, ক্রেতার আগমনে খুশি মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলো। তারা জানান, এবার রেকর্ডসংখ্যক ফ্ল্যাট, প্লট ও এপার্টমেন্টে বুকিং আসবে।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে মেলা প্রাঙ্গণে কথা হয় শাহনাজ শারমিনের সঙ্গে। তিনি লালবাগ থেকে এসেছেন। শাহনাজ জাগো নিউজকে বলেন, আমার পরিবারের (নিকট আত্মীয়) অনেকেই এখন উত্তরার থাকেন। আমিও চাচ্ছি উত্তরার দিকে শিফট করতে। মেট্রোরেল হওয়ায় যোগাযোগ ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। দুইটা কোম্পানির প্রজেক্ট দেখেছি আরও কয়েকটা দেখবো। পছন্দ হলে আজই বুকিং দেবো।
মেলার একটি স্টলের প্রজেক্ট দেখতে দেখতেই কথা বললেন ব্যাংক কর্মকর্তা হামিদুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, অফিস থেকে হোম লোন পাবো। কাছে সামান্য অর্থ আছে। দু'দিন আগেই পছন্দ হয়েছে দুই কোম্পানির প্রজেক্ট। আজ মেলার শেষ দিন পরিবার নিয়ে এলাম, দেখি। রেডি ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে। পরিবার নিয়ে এসেছি যেহেতু আজ বুকিং করবো পছন্দের ফ্ল্যাট।
অন্যদিকে, ক্রেতার আগমনে খুশি আবাসন কোম্পানির মালিকরা। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এর প্রতিষ্ঠান ব্যাসিক বিল্ডার্স ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছে। রিহ্যাব নেতা আব্দুল লতিফ জানান, স্বল্প এবং মধ্য এবং উচ্চবিত্ত সবার জন্য সবধরনের ফ্ল্যাট রয়েছে তার বিভিন্ন প্রকল্পে।
Parisreports / Parisreports

চলছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনছে ডিএক্স গ্রুপ

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দারাজের রমজান ক্যাম্পেইনে বিশাল ছাড়

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

কৃষক-জেলেদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগের পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা
