রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ভারতের ৮ জওয়ান নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৫ বিকাল ৭:২৭

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৮ জন জওয়ান এবং একজন গাড়ি চালক রয়েছেন। সোমবার (০৬ জানুয়ারি) ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। 

এনডিটিভির খবর অনুযায়ী, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে দেয়ায় আটজন জওয়ান এবং একজন গাড়ি চালক নিহত হয়েছেন। নিহতরা একটি অভিযান শেষে ক্যাম্পে ফেরার পথে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বস্তারের কুত্রু এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগেস আজ নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের ওপর হামলা চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে। তাদের মধ্যে দুজন নারীও ছিল। অভিযানের পর স্বয়ংক্রিয় অস্ত্র যেমন একে ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল উদ্ধার করা হয়েছে। এই অভিযান শেষে জওয়ানরা ফিরে আসার সময় বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে এই হামলা চালায়। নিহত আটজন নিরাপত্তা কর্মী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন।  ওই রাজ্যে মাওবাদ দমনের জন্য একটি বিশেষ পুলিশ ইউনিট।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই বিস্ফোরণটিকে "জঘন্য" এবং "দুঃখজনক" ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত ও মূল্যায়ন করা হচ্ছে। আমি নিশ্চিত করছি, আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। সরকার নকশালবাদ নির্মূলে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত, তখন পর্যন্ত বস্তারের পাঁচটি নকশাল-প্রভাবিত জেলা থেকেও নকশালবাদের অবসান ঘটবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

বস্তারের আইজি সুন্দররাজ পাট্টিলিংগম জানান, অভিযানের পর ক্যাম্পে ফেরার সময় জওয়ানদের লক্ষ্য করে এই হামলা হয়।  তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে আমরা এলাকায় অভিযান চালাচ্ছিলাম। এই অভিযানে পাঁচজন মাওবাদী এবং একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে ভারতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে অন্তত ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছেন।

Parisreports / Parisreports

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪

মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ 

বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানলেন জেলেনস্কি

গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

ভারতীয় মুসলিমদের হজের কোটা ৮০ শতাংশ কমালো সৌদি আরব

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই

গাজায় গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ-এর বিক্ষোভ সমাবেশ