রবিবার, ২০ জুলাই, ২০২৫

জাতীয় কবি'র রাষ্ট্রীয় স্বীকৃতি

কবি নজরুল সেন্টার ফ্রান্স'র আলোচনা ও কবিতা পাঠ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:৭

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে গেজেট প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে 'জাতীয় কবি' স্বীকৃতি প্রদান করা উপলক্ষে ৯ই জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক সাংবাদিক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক কবি সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির (ভার্চুয়াল) বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নন্দিত কবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী। 

তিনি তার বক্তব্যে বলেন, 'আমি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব নিয়েই শপথ করেছিলাম আমার প্রথম কাজ হবে কবি নজরুল ইসলামকে জাতীয় কবি'র স্বীকৃতি এনে দেওয়া' সেই লক্ষ্যেই কাজ করেছি এবং সক্ষম হয়েছি। তিনি আরো বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজ অবধি বারবার জুলুমের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছিল নজরুলের কবিতা। স্বাধীনতার যুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুলের সৃষ্টি হয়ে উঠেছিল মুক্তির বারতা ঠিক একই ভাবে কবিকে পরিপূর্ণভাবে বিশ্বায়ন করতে বিশ্বের আনাচে কানাচে সকল মানুষের কাছে পৌঁছে দিতে তিনি কাজ শুরু করেছেন, তিনি পরিশেষে শিল্প সাহিত্যের আতুরঘর প্যারিসে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল সেন্টার ফ্রান্স'র সদস্য মানবাধিকার কর্মী নাজমুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরো ভিশনের সম্পাদক প্রবিণ সাংবাদিক মান্নান আজাদ, কবি নজরুল সেন্টার ফ্রান্স'র উপদেষ্টা সেলিম আহমদ, লিগ্যাল এইড এর চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক সেনা সদস্য ও ডিজিএফআইয়ের সদস্য মীর জাহান, সিলেট পিডিয়ার সম্পাদক শাহাবুদ্দিন শুভ। 

কবি নজরুল ইসলামের উপর গবেষণামূলক বক্তব্য ও কবিতা পাঠ করেন ছড়াকার লোকমান আহাম্মদ আপন,  কবি হায়দার হোসেন, স্রোতের সম্পাদক কবি বদরুজ্জামান, কবি ও সাংবাদিক শাহ সোহেল, সাংবাদিক অনুক্ত কামরুল।

তারা বলেন, কবি নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে 'জাতীয় কবি'র স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে এবং সংস্কৃতিক মন্ত্রণালয়কে।  বিশেষ ধন্যবাদ জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীকে যার প্রচেষ্টায় কবি কে 'জাতীয় কবি'র স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়া বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জবরুল ইসলাম  ও কানাডা প্রবাসী যুব নেতা আলী হোসেন এবং কবি নজরুল সেন্টার ফ্রান্স'র সদস্য মইনুল হক। 

অনুষ্ঠানে ফরাসী ভাষায় অনুবাদ করে কবি নজরুলের অমর সৃষ্টি 'কারার ঐ লৌহ কপাট' কবিতাটি পাঠ করেন বরণ্য কবি হাসনাত জাহান, ইতালি ভাষায় অনুবাদ করে কবিতা পাঠ করেন জিয়াউর রহমান হ্রদয়, কবিতা পাঠ করেন প্রবীণ আবৃত্তিকার মুনির কাদের, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বংশদ্ভূত ফরাসি নাট্য অভিনেতা শোয়েব মোজাম্মেল, আবৃত্তিকার সাইফুল ইসলাম। 

আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, কবি নজরুল সেন্টার ফ্রান্স’র সদস্য রুজি বেগম, সংগঠক সামাদুর রহমান অপু, অনলাইন এক্টিভিষ্ট আহমেদ রাফি, জুবেল আহমদ, সিরাজ মিয়া, কাওসার আহমদ সেনাম, ফয়েজ আহমদ, মিজান আলম প্রমুখ।

 

Parisreports / Parisreports

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান সম্পন্ন 

প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

মস্কো মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’

প্যারিসে বাংলাদেশের কড়াইল বস্তি

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’ এর উদ্বোধন

প্যারিসে ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন 

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন 

বাংলা কাগজ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক এনায়েত সোহেল