শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ‘সারা’ লাইফস্টাইল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:৩১

এক লাখেরও বেশি পণ্যে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড “সারা”। ২০২৫ সালকে উপলক্ষ করে “সারা” লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্যছাড়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, বরাবরের মতো সারা লাইফস্টাইল ঢাকার আটটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সাতটিসহ সারাদেশে মোট ১৫টি আউটলেটসহ সারা’র ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও থাকছে বিশাল এ অফারে বৈচিত্র্যতা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না। সারার এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিস ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পণ্য।

২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্যছাড়ের এই পোশাকের আয়োজন থাকছে ছোট-বড় সকল বয়সী মানুষের জন্য। শীতের পোশাক কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেশীতের পোশাক কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

পুরুষদের পোশাকের মধ্যে একটিভ ওয়্যার, ব্লেজার, বোটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফর্মাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি শার্টে মিলছে অফারটি। উইমেনস ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্যছাড়টি মিলছে টু-পিস, থ্রি-পিস, বোটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরো কিছু পণ্যে। বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু পিস, বোটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে।

আর গার্লস ক্যাটাগরির টু-পিস, থ্রি-পিস, বোটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল-পিস ও টিশার্টে পাওয়া যাচ্ছে এ সুযোগটি। অন্যদিকে লেদার ও এক্সেসরিসে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে চোখ ধাঁধানো এ ডিসকাউন্ট। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেওয়া হচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়টি।
উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশবান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান “স্নোটেক্স” গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফস্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতাদের কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে “সারা”।

আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।

Parisreports / Parisreports

চলছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনছে ডিএক্স গ্রুপ

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দারাজের রমজান ক্যাম্পেইনে বিশাল ছাড়

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

কৃষক-জেলেদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগের পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা

১০ হাজার কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ