ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে
আগামী সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে এ ব্যাপারে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। জবাবে তিনি বলেছেন, “কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি। তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়াল্টজ। তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত করেছেন ট্রাম্প। তিনি খুব সম্ভবত এ দায়িত্ব পেতে যাচ্ছেন। যিনি ভারত-যুক্তরাষ্ট্র সামরিক-কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার জন্য আইন উত্থাপন করেছিলেন। তারা এ দুই দেশের সম্পর্কের বড় চিয়ারলিডার।”
এই কূটনীতিক জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, “আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন। এছাড়া ভারত এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে।”
এদিকে সংবাদমাধ্যম এমএসএন জানিয়েছে, জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি কী মোদিকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে— এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা।
Parisreports / Parisreports
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক
অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩
এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা
পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত
চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের
মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয়