রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মহারাষ্ট্রে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৫ রাত ১১:৩২

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে শনিবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় সাত নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় থানে জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ এবং নথিপত্রবিহীন বসবাসের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ নিশ্চিত করেছে। পালঘর পুলিশের উপ-কমিশনার জয়ন্ত বাজবাল বলেছেন, শুক্রবার জেলার নালাসোপাড়ার ধনিববাগের গাংদি পাড় এলাকা থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে; যারা বৈধ ভ্রমণ নথিবিহীন এবং যথাযথ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন।

কয়েক দিন আগে বলিউড অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে চুরির চেষ্টার সময় সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলাকারী ‘বাংলাদেশি’ নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ বলেছে, সাত নারীসহ গ্রেপ্তার বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে ট্রেন যোগে মুম্বাইয়ে পৌঁছে পালঘরে বসবাস শুরু করেন তারা।

বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তারা মোবাইল অ্যাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, ভারতীয় পাসপোর্ট আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের আওতায় মামলা করেছে পুলিশ।

Parisreports / Parisreports

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪

মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ 

বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানলেন জেলেনস্কি

গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

ভারতীয় মুসলিমদের হজের কোটা ৮০ শতাংশ কমালো সৌদি আরব

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই

গাজায় গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ-এর বিক্ষোভ সমাবেশ