সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনল গ্রামীণফোন ও আইটেল

আইটেলের সহযোগে উদ্ভাবনী একটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্য, ব্যাবহারিক সুবিধা এবং সংযোগের বিষয়টি মাথায় রেখে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা স্বল্প খরচে স্মার্টফোন কিনতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অনন্য।
সাশ্রয়ী মূল্যের গ্রামীণফোন আইটেল এ৮০ ডিভাইসটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। যারা সহজলভ্য ও নির্ভরযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন, এই ডিভাইসটি তাদের জন্য।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে সম্প্রতি জিপি হাউসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক এবং অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য স্মার্টফোনটির সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। অফারগুলোর মধ্যে রয়েছে মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট।
এ ছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় ৭ দিনমেয়াদি ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘আইটেলের সঙ্গে এই পার্টনারশিপ স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের একাগ্রতার প্রতিফলন।
অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যাতে উদ্ভাবন ও সহযোগিতার ভিত্তিতে সবার জন্য সমান সুয়োগ নিশ্চিত হয়। আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে জীবনমান উন্নত করে আমরা নিশ্চিত করতে চাই যেন সবাই ডিজিটাল যুগের রূপান্তরকারী ক্ষমতাকে কাজে লাগাতে পারেন।’
আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উভয় কম্পানির একটি সাধারণ লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা; আইটেল এ৮০ স্মার্টফোনটির উন্মোচন এরই প্রতিফলন। ব্যবহার উপযোগিতা ও আস্থার দিক থেকে স্মার্টফোনটি একটি নতুন ধারার সূচনা করেছে।
ডিভাইসটিতে রয়েছে ৪+১২৮ জিবি মেমরি, যা এই দামের মধ্যে সেরা, আইপি-৫৪ রেটেড পানি ও ধূলা প্রতিরোধক এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। গ্রামীণফোনের বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য এমন একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’
Parisreports / Parisreports

চলছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনছে ডিএক্স গ্রুপ

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দারাজের রমজান ক্যাম্পেইনে বিশাল ছাড়

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স

প্রশাসকের ওপর হামলার নিন্দা জানিয়েছে নগদ

কৃষক-জেলেদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগের পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সভা
