রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ১:১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্ডার অনুযায়ী শতশত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার আদেশ কার্যকর হওয়ার আগে, দেশটির এক বিচারক সেটি সাময়িকভাবে স্থগিত করেছেন। বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছিল, হোয়াইট হাউজ ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল আটকে রেখে আইন লঙ্ঘন করেছে। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এই স্থগিতাদেশ দেন।

ফেডারেল আর্থিক সহায়তা ও অন্যান্য সম্পর্কিত কার্যক্রমের বিতরণ আটকে রাখার জন্য হোয়াইট হাউজের বাজেট অফিসের প্রধান সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেন, সরকার 'ট্যাক্স ডলারের সঠিক রক্ষণাবেক্ষণ' করতে এই পদক্ষেপ নিয়েছে। তবে এটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং ক্ষোভের সৃষ্টি করেছে, বিশেষ করে যারা মঞ্জুরি ও ঋণ পান, তাদের মধ্যে।

বিচারক আলি খান মঙ্গলবার একটি স্থিতাবস্থা (স্টে) আদেশ দেন, যার শুনানি আগামী সোমবার হবে। ট্রাম্পের আদেশের ফলে ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচি, যেমন দুর্যোগ সহায়তা ও ক্যান্সার গবেষণা, প্রভাবিত হতে পারে।

ন্যাশনাল কাউন্সিল অফ ননপ্রফিটস-এর প্রেসিডেন্ট ডিয়ানে ইয়েনটেল এই আদালতের আদেশে উল্লাস প্রকাশ করেছেন, জানান যে, আদালত ট্রাম্পের আদেশ আটকে দিয়েছেন। তারা দাবি করেছেন, এই আদেশ কোন আইনি ভিত্তি ছাড়া এবং যুক্তিহীনভাবে নেওয়া হয়েছে।

ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর একটি কোয়ালিশনও একই বিষয়ে মামলা করেছে, তাদের মতে, ট্রাম্পের আদেশ অসাংবিধানিক।

এদিকে, হোয়াইট হাউজের ডেপুটি চীফ অফ স্টাফ স্টেফেন মিলার জানিয়েছেন, প্রেসিডেন্টের পদক্ষেপের মাধ্যমে সরকারের "ক্রেডিট কন্ট্রোল" করা সম্ভব হবে এবং তার মতে ফেডারেল কোন কর্মসূচির ওপর এর প্রভাব পড়বে না।

হোয়াইট হাউজ পরে জানিয়েছে যে, এই আদেশের ফলে সামাজিক নিরাপত্তা বা স্বাস্থ্য বিমা কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়বে না এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।

এদিকে, সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার মন্তব্য করেছেন যে, এই পদক্ষেপ নৈরাজ্য সৃষ্টি করবে। সূত্র: বিবিসি

Parisreports / Parisreports

গাজায় নিহত ৫২, হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো জনতার বিক্ষোভ

বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতে মুসলিমদের ব্যাপক বিক্ষোভ

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪

মালয়েশিয়ায় এক দিনে বাংলাদেশিসহ আটক ৫০৬ বিদেশি

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ 

বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানলেন জেলেনস্কি

গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

ভারতীয় মুসলিমদের হজের কোটা ৮০ শতাংশ কমালো সৌদি আরব