ফ্রান্সে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম (রনি) : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করে বিএনপি। বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। দলটি তাদের কর্মশালা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মধ্যে এর বার্তা পৌঁছাতে সচেষ্ট। বিএনপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে তারা গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত করতে চায়। তবে, শেষ পর্যন্ত এটি জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হয় এবং রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলে, তা সময়ই বলে দেবে।
তাই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশর পাশাপাশি প্রবাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, গতকাল সদ্য সাবেক ফ্রান্স শাখা বিএনপি কমিটির সিনিয়র সদস্যদের উদ্যোগে কর্মশালা, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বিএনপির স্থানীয় শাখাগুলো কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।
গতকাল ফ্রান্সের প্যারিস শহরের (১০)একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে সদ্য সাবেক ফ্রান্স বি,এনপির,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটওয়ারি এবং ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:রেজাউল করিম (রেজা) কর্মশালা উদ্ভোধন করেন। কর্মশালায় ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক কমিটির জৈষ্ঠ্য সম্মানিত নেতৃবৃন্দ যুবদল,সেচ্ছাসেবক দল, জাসাসের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন আসাদ আলম বেপারি, কবির আহমেদ, আতাউর রহমান সরকার , কৃষক আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম মিছবা, মোহাম্মদ ইলিয়াস কাজল, মোহাম্মদ হোসেন আফজল, খোরশেদ আলম টিটু, ফরিদ মিয়া, আলম খান, দেলোয়ার খান, হেলাল আহমেদ, জিয়া মাতব্বর, কবি সোহেল আহমেদ, নাছির আহমেদ নাছিম, মাহবুব রহমান, নিজাম আহমেদ, সৈয়দ রুহুল আমিন, সামাদুর রহমান অপু সহ অন্যান্য নেত্রীবৃন্দ। পরে সেখানে উপস্থিত রাজনৈতিক কর্মী ও সাধারণ বাংলাদেশিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির নেতারা মনে করছেন, ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সংস্কার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বিএনপির মতে, তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সংরক্ষণ ও অর্থনৈতিক সংস্কার। দলটি এই কর্মসূচি ব্যাপকভাবে প্রচার করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে প্রবাসী বাংলাদেশীদের বসবাস সে সব দেশে কর্মশালা, মতবিনিময় সভা ও প্রচারণামূলক কার্যক্রম হাতে নিয়েছে। লিফলেটগুলোর মাধ্যমে জনগণকে বিএনপির ৩১ দফা সম্পর্কে অবহিত করা হচ্ছে। এতে বিশেষভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
Parisreports / Parisreports

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে কাজী নজরুল ইসলামের ইসলামী গানের তাৎপর্য শীর্ষক ইফতার ও দোয়া

ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে আইয়ুব ট্রেডিং কোম্পানির এমডির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ফ্রান্স শাখায় কমিটি নিয়ে তদবির

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই-আগস্টে আহতদের তারেক রহমানের আর্থিক সহায়তা

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
