শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনের দাবি ফ্রান্সে বাংলাদেশী সাংবাদিকদের


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৫ রাত ১০:৪৬

২০১২ সালের আজকের দিনে (১০ ফেব্রুয়ারি) নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি। এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৫ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা। নির্মম এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন।

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে ডিইউজে, বিএফইউজে, ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন দাবি জানিয়ে আসছে। গত ২৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করে আদেশ দেন।

এদিকে, দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা। প্যারিসে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেল। হত্যাকারীরা কি এতই শক্তিশালী যে তাদের কাছে রাষ্ট্র ও প্রশাসন পরাজিত হচ্ছে? নিশ্চয়ই এর পেছনে একটা রহস্য রয়েছে, না হলে কেন এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এ পর্যন্ত ১১৫ বার পিছিয়েছে।রাষ্ট্রকেই সেই রহস্য উদঘাটন করতে হবে।ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুলের পরিচালনায় আলোচনা সভায়  টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ কামারুজ্জামান কাজল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নয়ন মামুন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, এন টিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ, মাই টিভি প্রতিনিধি বাদল পাল, ইউনিভার্সেল বাংলা নিউজের সম্পাদক শাবুল আহমেদ, নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, ফ্রান্স বিডি নিউজ সম্পাদক সাইফুল ইসলাম রনি, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, বাংলাভিশন ফ্রান্স প্রতিনিধি  ইয়াসিন আরাফাত  খোকন প্রমুখ।

Parisreports / Parisreports

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে কাজী নজরুল ইসলামের ইসলামী গানের তাৎপর্য শীর্ষক ইফতার ও দোয়া 

ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা 

প্যারিসে প্রবাসী বাঙ্গালীদের জন্য সাফ’র আয়োজনে ঈদ বাজার

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল 

ফ্রান্সে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে আইয়ুব ট্রেডিং কোম্পানির এমডির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ফ্রান্স শাখায় কমিটি নিয়ে তদবির 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই-আগস্টে আহতদের তারেক রহমানের আর্থিক সহায়তা 

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৭৭ বাংলাদেশি গ্রেফতার