মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বসবাসরত মাদারীপুর প্রবাসীদের সংগঠন “মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স”-এর উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের ক্যাথসিমা ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে ফ্রান্সের বসবাসরত মাদারীপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশন এর উপদেষ্টা নাসির উদ্দীন, হামিদুর রহমান, বাচ্চু মাতব্বর, শুক্কর মোল্লা, মোশারফ তালুকদার, পরিচালক মিয়া মস্তফা, হান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল কমিউনিটি ফ্রান্স এর সভাপতি রিয়াদ হোসেন, শরিয়াতপুর জেলার কমিউনিটি ব্যক্তিত্ব টিটু রহমান, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মাসুদ আহমেদ, বৃহত্তর ফরিদপুর জেলা সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি দুদু মিয়া। আরো উপস্থিত ছিলেন সংগঠনে অন্যতম সদস্য রোকন তালুকদার, মনির হোসেন, সুজন মাতুব্বর, কামরুল ইসলাম, জিলানি, নওফেল সরদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন জেলার সামাজিক সংগঠনের সদস্য ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ইফতারের আগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন ফরিপুর জেলার মুরুব্বি ফরিদ আহমেদ। যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সংগঠনের নেতারা বলেন, “প্রবাসে থেকেও আমরা একে অপরের পাশে থাকতে চাই। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।” অনুষ্ঠানে আগত এক প্রবাসী বলেন, “এটি শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং এটি আমাদের মাদারীপুর বাসির মিলন মেলা”। প্রবাসী জীবনে সবাই যার যার কাজ নিয়ে কর্ম ব্যস্ত থাকে তার পরেও আমরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করি এখানে জেলার সবাই কে এক সাথে পাওয়া যায়। যা বছরের অন্য সময় হয়ে উঠে না এর ফলে আমরা একে অন্যের খোঁজ খবর নিতে পারি যা আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধ জেগে ওঠে।”
আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। ইফতার মাহফিলে উপস্থিত সবাই মিলেমিশে এক সুন্দর মুহূর্ত উপভোগ করেন এবং কমিটির সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Parisreports / Parisreports

আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
