বুধবার, ৯ জুলাই, ২০২৫

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৫ রাত ১১:৫৬

প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিশুদের আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টিতে ফ্রান্সে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স-এর শিশুতোষ মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। প্যারিসের উপকণ্ঠ লাকরনভের একটি হলে গত ৬ জুলাই রবিবার দিনব্যাপী এ আয়োজনে শিশুরা যেমন মঞ্চে প্রকাশ করেছে তাদের সৃজনশীলতা, তেমনি অভিভাবকরা পেয়েছেন প্রজন্ম বিনির্মাণের আশাবাদী বার্তা।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল—ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক আত্মপরিচয় গড়ে তোলা এবং সৃজনশীল দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এতে সভাপতিত্ব করেন ইপিএস কমিউনিটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্য এলান খান চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি জুয়েল ডি আর লেলিন, আবু বকর আল আমিন ও তপন দাশ।

সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি—এই তিনটি বিভাগে বিভক্ত হয়ে দুই গ্রুপে অংশ নেয় ৪৩ জন শিশু প্রতিযোগী। প্রতিযোগিতার বাইরেও ছিল যন্ত্রসঙ্গীতসহ নানা সৃজনশীল মেধা প্রদর্শনের সুযোগ। দর্শকদের অভিব্যক্তিতে স্পষ্ট, প্রতিটি পরিবেশনা ছিল প্রবাসী শিশুদের আত্মবিশ্বাস, মেধা ও সংস্কৃতিচর্চার এক উজ্জ্বল নিদর্শন।

বিচারক মণ্ডলীতে ছিলেন: সঙ্গীতে: কণ্ঠশিল্পী সুমা দাশ ও গৌতম বিশ্বাস,নৃত্যে: জি এম শরিফুল ইসলাম ও কামরুল ইসলাম,আবৃত্তিতে: কবি আবু বকর মোহাম্মদ আল আমীন ও শিল্পী শারমিন জাহান
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও স্পনসরদের পরিচিতি পর্বে উঠে আসে প্রবাসে সংস্কৃতি লালনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা। উল্লেখযোগ্য স্পনসরদের মধ্যে ছিলেন বাংলা অটো ইকুল, এমজেকে, নয়ন মনি, মনিকা, পারমি গো, সাথী ফ্যাশন, কাশ্মীর, আমার বাংলা, মতামত ও দেমার্স আভেগ মাহাবুব।

এ আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং ছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল একটি শিশু বান্ধব মেলারও যেখানে ছিল খাবার, পিঠা, খেলনা, ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের স্টল। এতে অংশ নেয়া শিশুদের চোখে-মুখে ছিল আনন্দ, কৌতূহল ও উচ্ছ্বাসের ঝিলিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসকারী বাঙালি কমিউনিটির বিশিষ্টজন, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতা এবং অভিভাবকগণ। অনেকেই অভিমত দেন, এই ধরণের আয়োজন শুধু প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নয়, বরং একটি জাতির ভাষা, সংস্কৃতি ও চেতনা টিকিয়ে রাখার অবিচ্ছেদ্য অংশ।

প্রসঙ্গত, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স’ বিগত সাত বছর ধরে ফ্রান্সের বিভিন্ন মিউনিসিপ্যাল ও প্রশাসনিক সংস্থার সঙ্গে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আসছে। এই আয়োজনে তাদের সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রতিশ্রুতিই যেন আরও একবার স্পষ্ট হলো। এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয় এটি প্রবাসে বাঙালি পরিচয়ের সজীব বহিঃপ্রকাশ।

Parisreports / Parisreports

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান সম্পন্ন 

প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

মস্কো মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’

প্যারিসে বাংলাদেশের কড়াইল বস্তি

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’ এর উদ্বোধন

প্যারিসে ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন 

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন 

বাংলা কাগজ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক এনায়েত সোহেল 

ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ৬জন বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা