প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

বিশ্ব প্রযুক্তির দৃষ্টি এখন প্যারিসে। আজ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হলো ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন VivaTech 2025। প্যারিস এক্সপো, পোর্ট দ্য ভার্সাই-তে আয়োজিত এই মহোৎসবে অংশ নিচ্ছে শতাধিক দেশ থেকে হাজারো প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং তরুণ উদ্ভাবক।
‘নতুন সীমা’ (New Frontiers) প্রতিপাদ্যে আয়োজিত এ বছরের VivaTech সম্মেলনের উদ্বোধনী দিনে প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, স্বাস্থ্য প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল উদ্ভাবন নিয়ে অনুষ্ঠিত হয় একাধিক আলোচনাসভা ও প্রদর্শনী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান NVIDIA-র CEO জেনসেন হুয়াং, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, ডেটা প্রসেসিং এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দিকনির্দেশনা দেন। NASA-এর Vanessa Wyche মহাকাশ গবেষণার ভবিষ্যৎ এবং AI-এর ভূমিকা তুলে ধরেন তাঁর বক্তব্যে।
সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিচ্ছেন Google, Amazon, LVMH, McLaren Racing-এর মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা। উল্লেখযোগ্যভাবে, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী Alain Aspect কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক।
VivaTech ২০২৫-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্টার্টআপ ও উদ্ভাবকদের অংশগ্রহণ। এবারের সম্মেলনে ৩,০০০-এর বেশি স্টার্টআপ অংশ নিয়েছে, যারা পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ও ভবিষ্যতের কর্মজীবনের নতুন চিন্তা উপস্থাপন করছে।
অনুষ্ঠানে নারীর অংশগ্রহণ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন Girls Who Code-এর CEO Tarika Barrett। তিনি বলেন, “প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানো সামাজিক দায়বদ্ধতা নয়, বরং উন্নত ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ।”
সম্মেলনে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষণীয়। স্টার্টআপ পিচিং ইভেন্ট ও ডেমো সেশনে তাদের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। এতে করে নতুন উদ্ভাবনগুলোর পেছনে সম্ভাব্য বড় বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।
প্যারিস এখন ইউরোপের প্রযুক্তির নতুন রাজধানী—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। VivaTech ২০২৫-এর সফল উদ্বোধনের মধ্য দিয়ে প্রযুক্তির ভবিষ্যৎ চিন্তা, নীতি এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্মেলন চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
Parisreports / Parisreports

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী
