রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

অনলাইন নিবন্ধন দ্রুত শুরু হোক, দাবি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ  


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:৪

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে (Postal Ballot) ভোট প্রদানের সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। দেড় কোটিরও বেশি প্রবাসী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের এ যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স।

গত সপ্তাহে নির্বাচন কমিশনের এক ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রবাসীরা শুধুমাত্র ডাকযোগে প্রতীকযুক্ত ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। মূল ভোট গ্রহণের তারিখের আগে ব্যালট বিদেশে প্রেরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীর তালিকা অনলাইনে প্রকাশ করা হবে, যা দেখে প্রবাসীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকযোগে ভোট পাঠাতে পারবেন। এ জন্য বাংলাদেশ ডাক বিভাগকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী প্রিজাইডিং মর্যাদার কর্মকর্তারা তদারকির দায়িত্ব পালন করবেন বলেও কমিশন জানায়।

তবে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনের তারিখ ঘোষণা করেনি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনের বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে প্রবাসীরা মাত্র ২১ দিনের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবেন। দেড় কোটিরও বেশি প্রবাসীকে এ স্বল্প সময়ে নিবন্ধন করানো কার্যত অসম্ভব বলে মনে করছে ডায়াস্পোরা অ্যালায়েন্স। এছাড়া নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, দেশভিত্তিক কার্যক্রম শুরু ও শেষ হওয়ার তারিখ— এসব বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪টি দেশে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছে, আরও ৪২টি দেশে তা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণ তালিকা বা প্রচারণা এখনো প্রকাশ করা হয়নি।

গত ২৭ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে ডায়াস্পোরা অ্যালায়েন্স তিন দফা দাবি জানায়, যার প্রথমটি ছিল অনলাইন নিবন্ধন দ্রুত শুরু করা এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা। সংগঠনটির অভিযোগ, এখনো সেই দাবি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া প্রবাসীদের প্রায় ২০টি যৌক্তিক প্রশ্ন সংবলিত একটি স্মারকলিপিও কমিশনের কাছে দাখিল করা হলেও তা উপেক্ষিত হয়েছে।

সংগঠনটি পুনরায় তাদের তিন দফা দাবি তুলে ধরে জানায়, অনলাইন নিবন্ধন প্ল্যাটফর্মের চ্যালেঞ্জসমূহ দূরীকরণ, পোস্টাল ব্যালটের গোপনীয়তা নিশ্চিত করা এবং একটি ছায়া রোডম্যাপ প্রকাশ করা এখন জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন, কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালি, ফ্রান্স আহ্বায়ক চৌধুরী ইফতেশাম, যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ ও মনোয়ার পাটোয়ারী, সদস্যসচিব শাহ পরান শাকিল, ইশতিয়াক আকিব, এস এম মাসরুক উদ্দিন, ডাক্তার মাঝহারুল ইসলাম, শাফায়াত হোসাইন (রাব্বী রাজ), মো: সাকিব হোসাইন, আফজাল হোসেন আলভি, রেজোয়ান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Parisreports / Parisreports

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন 

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ  

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু