বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।
গতকাল ৬ জুলাই ২০২৫ রবিবার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCM IDF ) Stains পরিচালিত মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নাফিন বিন হারুনের শুরুলিত কন্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ জালাল আহমেদ, মাদ্রাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান।
এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান, সিনিয়র শিক্ষক শেখ মারওয়ান।
পরে আগত অতিথিরা এ বছরে প্রতি ক্লাসে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী এবং ক্লাসে উপস্থিতি ও নৈতিকতা সমন্বয় করে মোট ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ইসলামি কালচারাল অনুষ্ঠান হয় যা আগত অতিথিদের বারতি আনন্দ দেয়। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক অতিথি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাংখী উপস্থিত ছিলেন। পরিশেষে হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Parisreports / Parisreports

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী
