বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

প্যারিসে বাংলাদেশের কড়াইল বস্তি


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ রাত ১১:৩২

প্যারিসের হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রঁ পালে -এ ২১ থেকে ২৫ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কারুশিল্প মেলা রেভেলেশনস ইন্টারন্যাশনাল ফাইন ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন বিয়েনালে । এবারের সপ্তম আসরে ৩৫টি দেশ থেকে অংশ নিয়েছেন ৫৫০ জনেরও বেশি কারুশিল্পী ও সৃষ্টিশিল্পী, যা এই ইভেন্টকে রূপ দিয়েছে এক আন্তর্জাতিক শিল্পউৎসবে।

বিশেষ গর্বের বিষয় হলো এই প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে এই বিখ্যাত বিয়েনালেতে। দূর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পী সুবর্ণা মোর্শেদা-র শিল্পকর্ম। ‘সব বাধা পেরিয়ে’ প্রদর্শনীটি তুলে এনেছে কড়াইলের এক বিরল আভাস, প্রান্তিক মানুষের সাধারণ জীবন ও মানবিক অধ্যবসায়ের এক অসাধারণ চালচিত্র। 

কড়াইলের সরু গলি ধরে অসংখ্যবার হাঁটার অভিজ্ঞতা নিয়ে সুবর্না বলেন, ‘এখানকার শিশুরা পথকুকুরদের নামকরণ করে। এই ছোট ছোট কোমলতাই তাদের আসল চরিত্রের প্রকাশ। নারীরা প্রতিদিনের কষ্টের বিরুদ্ধে যেন আগুনে পুড়ে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায়। প্রতিকূলতার মধ্যে তারা দেখায় অদম্য শক্তি ও সাহস।’

সুবর্ণার কাজকে সত্যিকার অর্থে ভিন্নমাত্রা যোগ করে উপকরণের প্রতি তাঁর উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি। তাঁর শিল্পকর্মগুলোতে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য ধাতব টুকরো, পলিথিন প্যাকেট, জুট, ও ফ্যাব্রিকের অবশিষ্টাংশ, যা শিল্পের ক্যানভাসে নতুন মাত্রা যোগ করেছে। উপাদানগুলোর ভিন্নতা এবং বর্ণের জটিল ব্যবহার তৈরি করেছে গভীর রঙের স্তর এবং টেক্সচারের বহুবিচিত্রতা। এই শিল্পকর্ম শুধু রূপেই নয়, বার্তায়ও ছিল শক্তিশালী — যেখানে একজন শিল্পী পরিবেশবান্ধব উপায়ে নগরের বাস্তবতাকে প্রকাশ করেছেন।
বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয়

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কারুশিল্প প্রথমবারের মতো বিশ্বদরবারে উপস্থাপিত হলো এমন এক প্ল্যাটফর্মে, যেখানে একসঙ্গে কাজ করেছেন দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ফিলিপাইন, জর্জিয়া, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্সের ওভারসিজ অঞ্চলসহ বিভিন্ন দেশের সৃষ্টিশিল্পীরা।
বিশেষ সম্মান: ইতালি অতিথি দেশ

এবারের বিয়েনালেতে ইতালি ছিল ‘অতিথি দেশ’ হিসেবে। দেশটির ২২ জন খ্যাতিমান শিল্পী অংশ নেন এই প্রদর্শনীতে। তাঁদের কাজের মধ্যে ছিল মুরানো কাঁচের শিল্প, ক্যারারা মার্বেলের ভাস্কর্য এবং ফ্লোরেন্সের ঐতিহ্যবাহী পাথরের কারুকাজ — যা দেখিয়েছে কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতা হাতে হাত রেখে এগিয়ে যায়।
ভবিষ্যতের পথচলা

বাংলাদেশের এই প্রথম অংশগ্রহণই প্রমাণ করে, স্থানীয় শিল্প ও সৃজনশীলতা আন্তর্জাতিক মানের হতে পারে — যদি তাকে যথাযথভাবে উপস্থাপন করা যায়। সুবর্ণা মোর্শেদার "Communauté Korail" কেবল একটি শিল্প প্রকল্প নয়, বরং বাংলাদেশের নগর সংস্কৃতির প্রতিবিম্ব। এটি বিশ্বদর্শকদের দেখিয়েছে, সৃষ্টিশীলতার ভাষা সীমানাহীন।

বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতের আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে আরও সাহসী ও ব্যাপক অংশগ্রহণের দিকনির্দেশনা দেবে বলেই শিল্পবোদ্ধাদের বিশ্বাস।

Parisreports / Parisreports

আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফ্রান্সে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে জাতীয় কবির ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন 

ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা

প্রবাসীদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটের সুযোগ  

প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান

ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

শহীদ জিয়াকে অবমাননাকারীদের বিএনপি সহজে ছেড়ে দিবে না

ফ্রান্সে ইপিএস কমিউনিটির মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

সেইন্ট ডেনিসে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী