বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

গোল্ড বারসহ বিমানের পার্সারের মালামাল জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ১০:৫৮

রিয়াদ থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারের কাছ থেকে ১২৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করে তা জব্দ করেছে ঢাকা কাস্টমস বিভাগ। ওই পার্সারের নাম হোসনে আরা। সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি ৩৪০ ফ্লাইটে ফেরেন হোসনে আরা। পরে তাকে সন্দেহ হলে তল্লাশি করে গোল্ড বার জব্দ করা হয়।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বলেন, ‘ইতোমধ্যে হোসনে আরাকে গ্রাউন্ডেট করা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি ৩৪০ ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় ঢাকায় অবতরণ করে। এসময় ফ্লাইটটি তল্লাশির প্রস্তুতি নেয় কাস্টমস। তারা একে একে সকল যাত্রীকে তল্লাশি করেন। 

পরে গ্রিন চ্যানেলে হোসনে আরার ব্যাগেজ স্ক্যানিং করার সময় বিষয়টি ধরা পড়ে। তিনটি চুড়ি ছিল। যা খাঁটি সোনার তৈরি। এসব কেনার দাবি করলেও তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে স্বর্ণগুলো কাস্টমস আটক করে জব্দ তালিকায় তোলে। জানা গেছে, এ ঘটনায় ফ্লাইটে থাকা সকল এয়ার হোস্টেসকে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যা অনেকের কাছে ছিল বিব্রতকর ও অপমানজনক। 

 নিয়ম অনুযায়ী, ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের চুরি, যা গোল্ড বার হিসেবে পরিচিত। পাশাপাশি হোসনে আরার লাগেজে থাকা কমার্শিয়াল বেশ কিছু আইটেমও জব্দ করা হয়েছে। 

জানা যায়, আসন্ন বিমান ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চোরাচলান চক্র বেশ তৎপর হয়ে উঠেছে। সেই চক্রের কোনো সদস্যের হয়ে হয়তো তিনি এ সোনা এনেছিলেন। 

Parisreports / Parisreports

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

রাজধানীতে পুলিশকে কুপিয়ে আহতের ঘটনায় আটক ১০২

সাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো দুদক

পেঁয়াজের সেঞ্চুরি ছুঁইছুঁই, ডিমের ডজন ১৫০

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ, নতুন ৪৫ লাখ