বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৫ রাত ১২:২৯

বাম-আওয়ামী ঘরানার আদর্শে অনুপ্রাণিত এহসান মাহমুদ নামের একজনকে নিয়ে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে বিএনপিতে। দলের ভেতরে-বাইরে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দলটির আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে দলটির নেতারা নামিয়ে নিতে বাধ্য হন, যখন উপস্থিত সারি থেকে এহসানকে কেন্দ্র করে ‘ফ্যাসিস্ট’, ‘ফ্যাসিস্ট’ শব্দ উচ্চারিত হয়। ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এহসান মাহমুদের সঙ্গে বিএনপির সংযোগ ঘটে ২০২৩ কিংবা ২২ সালের দিকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরোধী একটি বলয়ের হাত ধরে তার দলটিতে অনুপ্রবেশ ঘটে। তারেক রহমানকে নিয়ে আর্টিকেল লেখায় একটি পত্রিকা থেকে তিনি চাকরি হারিয়েছেন, এটি ছিল বিএনপির সঙ্গে এহসান মাহমুদের মেলবন্ধনের একটি উপলক্ষ। বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তার অতীত ভূমিকা পেছনে পরে যায়। রাতারাতি কয়েকটি কমিটিতেও তার জায়গাও হয়। যা নিয়ে দলের ভেতর থেকে আপত্তিও তোলা হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এহসান মাহমুদের বেশ কিছু ছবি এবং ফেসবুক পোস্ট ভাইরাল হয়। এতে দেখা যায়, এহসান মাহমুদের সাথে আওয়ামী-বাম ঘরানার লোকজনের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। অন্তত এটি পরিষ্কার হয়ে যায় যে, বিএনপি বিরোধী আদর্শের প্লাটফর্ম থেকে এসেছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজনের যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে সদস্যসচিব হিসেবে ছিলেন এহসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে জানতে চাইলে মাহদী আমিন সাংবাদিকদের বলেছেন, ‘বিষয়টি খুবই বিব্রতকর।’

Parisreports / Parisreports

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনগণের ওপর ছেড়ে দেয়ার আহ্বান তারেক রহমানের

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নতুন বাংলাদেশে যা যা করতে চায় এনসিপি

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান