বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নির্বাচন অতিসত্বর হওয়া দরকার : আমীর খসরু


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১১:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার তত দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংসদ ও সরকারের মাধ্যমে এটা করতে হবে।’

আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের (একাংশ) বৈঠক শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় বিগত সময় আন্দোলন করেছি। স্বৈরাচারকে পরাজিত করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বাকি আছে ৩১ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। সে বিষয়ে আলোচনা করেছি এবং জনগণের কাছে নিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারাও একই কাজ করছেন।

৩১ দফার সংস্কার কার্যকর ও বাস্তবায়ন করার জন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেটার জন্য আমাদের প্রত্যাশা দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার, যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে। জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা বাস্তবায়ন করব। 

সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমাদের ৩১ দফার বাইরেও অন্যান্য নির্বাচিত, অনির্বাচিত দলের যে সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব। সংসদে আলোচনা হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছে তারা যদি সংস্কারের জন্য কোনো প্রস্তাব করে যায়, তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব।

Parisreports / Parisreports

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল

চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী রদবদল

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

তারেক রহমানকে বরণে প্রস্তুত ৩০০ ফিট

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী 

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, ব্যাখ্যা চাই: জামায়াত আমির

চিকিৎসা নিতে হাদি সিঙ্গাপুর