রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৫ রাত ১০:৫৪

কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটলো। গ্যালারি পূর্ণ হওয়ায় মাঠে প্রবেশে বাধা দেয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ইটপাটকেল নিক্ষেপ, ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা ৩টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এই খেলা দেখতে সকাল ৭টা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ শুরু করেন দর্শকরা। টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিত দেখে ক্রমাগত টিকিটের দাম বাড়তে থাকে।

অতিরিক্ত মূল্যে ধারণ ক্ষমতার ৬ গুণ বেশি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে।

দর্শকদের অভিযোগ, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৫ হাজার হলেও ৩০ হাজার মতো টিকেট বিক্রি করা হয়। ফলে দর্শকদের বসার স্থান না থাকায় বিশৃঙ্খলার সূত্রপাত। অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার স্থান না পেয়ে গেট ভেঙে আড়াইটার দিকে পুরো মাঠ দখল করে নেন।

তখন আয়োজকসহ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তা সম্ভব হয়নি। একপর্যায়ে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে দর্শকদের বের করে দিতে সক্ষম হয়।

এরপর মাঠে খেলা পরিচালনার প্রস্তুতি নিলেও গ্যালারির দর্শক ও বাইরের দর্শকরা একযোগে হামলা করে গ্যালরি, মাঠ, প্রেস বক্সসহ সব কিছুতে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন হতাহতের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই কারণে ফাইনাল খেলা স্থগিত রাখার ঘোষণা এসেছে।

Parisreports / Parisreports

বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ

লিটনের ফিফটিতে বড় জয় বাংলাদেশের

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

নারী ফুটবলারদের বড় সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা

তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

ক্লাব বিশ্বকাপে অভিষেক পিএসজির

‘চোকার’ দক্ষিণ আফ্রিকাই এখন বিশ্ব চ্যাম্পিয়ন

স্পেনকে হারিয়ে আবারও উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল