নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র্যাবের
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম ‘শিগগিরই’ শেষ করতে পারবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এলিট ফোর্স র্যাব।
তদন্তকারী সংস্থাটি বলছে- তদন্তে আছে ‘অনেক অগ্রগতি’।
(শনিবার) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব-১১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “এখনও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভলপমেন্টও আছে। আমরা খুব শিগগিরই এটা দেয়ে দেব আশা করছি।”
নরসিংদীর চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তারের পর আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব-১১।
এরআগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ছয়জনের গ্রেপ্তার ন্যায়বিচারের জন্য ‘আশা’ জাগিয়েছিল নিহতের পরিবারে।
এ অবস্থায় মামলাটির অগ্রগতি জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, “অবশ্যই তদন্ত শেষে বিস্তারিতভাবে জানানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিবারের সাথে আমাদেরও যোগাযোগ হচ্ছে। তদন্ত দীর্ঘদিনের একটা... এখন হুট করে চাইলেই...তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার যেন একটা ভালো রেজাল্ট আসে আমরা সেটাই সবাই কামনা করি।"
“তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে, তখন বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষ করার আগে আমি কীভাবে বলি?”
এখানে উল্লেখ্য যে, নারায়ণঞ্জের সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক শিল্পী রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী। ২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ত্বকী। নিখোঁজের দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। তবে দীর্ঘ ১২ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি, তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্রও দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।
ত্বকীর পরিবার বরাবরই অভিযোগ করে আসছিলেন, প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা জড়িত থাকায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ডের বিচারকাজ বন্ধ রয়েছে।
Parisreports / Parisreports
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র্যাবের
দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা
শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি
আজ ভয়াল ২৮ অক্টোবর
সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!