এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
ইন্ডাস্ট্রিতে নিজের কাজ কমার পেছনে ধর্মীয় বিভাজন ও রাজনীতির প্রভাবকে দায়ী করেছিলেন সংগীতশিল্পী এ আর রহমান। তার সেই মন্তব্য ঘিরে যখন বলিপাড়া ও রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক, ঠিক তখনই রহমানের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত; অস্কারজয়ী এই সংগীতশিল্পীকে সরাসরি ‘ঘৃণ্য মানুষ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান।
রহমানের এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।
কঙ্গনা স্পষ্ট জানান, রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং রহমান নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।
Parisreports / Parisreports
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!
‘গোল্ডেন গ্লোবে’ নজর কাড়লেন যারা
জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন গায়ক তৌসিফ
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই মারা গেলেন অভিনেত্রী
বিশ্বখ্যাত ফরাসি নায়িকা ব্রিজিত বার্দো মারা গেছেন
৬০ বছর বয়সে কত সম্পত্তির মালিক সালমান?
গুরুতর আহত ইমরান
আবারও মা হলেন ভারতী সিং