মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে: প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৩:২৩

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং ওই এলাকায় একটি যৌথ অভিযান বা কম্বাইন্ড অপারেশন চালানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

১৯ জানুয়ারিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কর্মকর্তা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিন র‍্যাব সদস্য।

চট্টগ্রামের এই এলাকা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং এখানে অভিযান চালানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতিতে অভিযান চলাকালে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে হামলা চালায়।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৬,৫৫২ কেন্দ্রে সিসিটিভি আছে, বাকি ২১,৯৪৬টি কেন্দ্রে ৩১ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে। কমপক্ষে ৬টি করে সিসিটিভি থাকবে। বাকিগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া হবে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ নেই সেখানে জেনারেটর দিয়ে চালানো হবে। সবগুলো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে।’
 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। চারটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রেস সচিব বলেন, ‘লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

Parisreports / Parisreports

চট্টগ্রামের সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে: প্রেস সচিব

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য থাকবে

ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান

ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি

ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু

উত্তরায় ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি

পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ