মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীতে মধ্যরাতে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৫ রাত ১:২৬

মধ্যরাতে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চাপাতি হাতে ৮–১০ জন সন্ত্রাসীকে এলোপাতাড়ি কোপাতে দেখা যায়। আর সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। পরে জানা যায়, আক্রান্ত ব্যক্তি ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্যসচিব এহতেশামুল হক। শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে শনিবার এলিফ্যান্ট রোডের কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

পুলিশ বলছে, চাপাতির আঘাতে আহত এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কুপিয়েছে।

ব্যবসায়ীরা জানান, এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু ও ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্যসচিব এহতেশামুল হক গতকাল শুক্রবার রাতে মার্কেট থেকে বের হওয়ার সময় অতর্কিতে হামলার শিকার হন।

এহতেশামুল হককে মার্কেটের সামনে রাস্তায় এবং ওয়াহিদুল হাসান দীপুকে তাঁর গাড়ির ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। বহিরাগত হামলাকারীরা আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে থাকা দুটি গাড়িও ভাঙচুর করে এ সময়।

ওয়াহিদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এহতেশামুল হক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মার্কেটের দোকানমালিকেরা। মানববন্ধনে ইসিএস সিটি সেন্টারের সহসভাপতি নজরুল ইসলাম হাজারী বলেন, ‘কয়েকদিন ধরেই আমাদের কাছে অনেকে বিভিন্ন খরচের নাম করে চাঁদা চাইতে আসছিল। এ কারণেই হামলা কি না জানি না। আমরা চাই এর তদন্ত হোক।’

মার্কেটের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসী ঘটনা কখনোই আমাদের ব্যবসায়ীদের ভয় দেখাতে পারবে না। আমাদের মার্কেট ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়বে।’

এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেনসহ অন্য স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার তদন্ত ও বিচার দাবি করে সন্ত্রাসীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

Parisreports / Parisreports

নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

মুছাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেফতার ৩: ডিবি

পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি

ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

পাকিস্তানের অনুমোদন পেল বিমানের ঢাকা-করাচি ফ্লাইট

চট্টগ্রামের তিন থানার ওসি বদলি

খুলে ফেলা হচ্ছে জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানের প্যান্ডেল