চেহারা ভেঙে পড়েছে, অসুস্থ করণ জোহর?
তারকাদের চোখে চোখে রাখেন সবাই। চেহারায় তিল পরিমাণ পরিবর্তন এলেও ঠিক ধরে ফেলেন। এরকম ঘটল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের বেলায়। সম্প্রতি তার চেহারা রোগা হতেই নড়েচড়ে বসেছেন সবাই। এক প্রশ্ন, তবে কি অসুস্থ করণ? সে জবাব নিজেই দিয়েছেন বলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব।
বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচারের জন্য সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন করণ। তখনই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার কথাও। সাফ জানান, কোনো ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।
করণ বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনো ওষুধ খাইনি।”
আরও বলেন, “আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি এত হালকা অনুভব করিনি। যথাযত উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ
সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।
আজকাল করণকে কোথাও দেখা যাচ্ছিল না। বন্ধুদের নিয়মিত আড্ডায়ও আসছিলেন না। ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। এক বক্তব্যেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পরিচালক।
Parisreports / Parisreports
জন্মদিনে নতুন টিজারে ঝড় তুললেন যশ
আয়ের শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন গায়ক তৌসিফ
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই মারা গেলেন অভিনেত্রী
বিশ্বখ্যাত ফরাসি নায়িকা ব্রিজিত বার্দো মারা গেছেন
৬০ বছর বয়সে কত সম্পত্তির মালিক সালমান?
গুরুতর আহত ইমরান
আবারও মা হলেন ভারতী সিং
মঞ্চে মাদক সেবন, উইজ খলিফাকে কারাদণ্ড
শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
মা-বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক