চেহারা ভেঙে পড়েছে, অসুস্থ করণ জোহর?
তারকাদের চোখে চোখে রাখেন সবাই। চেহারায় তিল পরিমাণ পরিবর্তন এলেও ঠিক ধরে ফেলেন। এরকম ঘটল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের বেলায়। সম্প্রতি তার চেহারা রোগা হতেই নড়েচড়ে বসেছেন সবাই। এক প্রশ্ন, তবে কি অসুস্থ করণ? সে জবাব নিজেই দিয়েছেন বলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব।
বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচারের জন্য সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন করণ। তখনই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার কথাও। সাফ জানান, কোনো ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।
করণ বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনো ওষুধ খাইনি।”
আরও বলেন, “আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি এত হালকা অনুভব করিনি। যথাযত উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ
সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।
আজকাল করণকে কোথাও দেখা যাচ্ছিল না। বন্ধুদের নিয়মিত আড্ডায়ও আসছিলেন না। ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। এক বক্তব্যেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পরিচালক।
Parisreports / Parisreports
এক সিনেমা করেই ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!
বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা
সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ
সংগীতশিল্পী সাগর মারা গেছেন
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিন পেলেন হিরো আলম
মানসিক যন্ত্রণা ভুলতে যা করতেন রিয়া চক্রবর্তী
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি