শীতের বাহারি জ্যাকেট

শীতে আমাদের দেশে পোশাকে বেশ পরিবর্তন দেখা যায়। বদলে যায় পোশাকের ধরন, কাট, রং আর উপকরণ। শীতে ছেলে বা মেয়েদের ফ্যাশনেবল ও সময় উপযোগী পোশাক কেমন হবে, তা নিয়ে চলে নানা ভাবনা। শীতের জনপ্রিয় পোশাক জ্যাকেট। ছেলেমেয়েনির্বিশেষে নানা ধরনের জ্যাকেটে জড়িয়ে নেন নিজেকে। কিছুকাল আগেও জ্যাকেট মানেই আঁটোসাঁটো কোনো পোশাককে মনে করা হতো, তবে সেই ধারণা পাল্টে গেছে। জ্যাকেট, সোয়েটার, কোটসহ প্রায় সব শীতপোশাকেই ছড়িয়ে গেছে ঢিলেঢালা ধারা।
সময়ের সঙ্গে সঙ্গে জ্যাকেটে এসেছে পরিবর্তন। কখনো তা গড়নে, কখনো অলঙ্করণে। একটা সময় জ্যাকেট ব্যবহারের প্রবণতা ছেলেদের মধ্যেই বেশি দেখা যেত। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে জ্যাকেট পরছেন। আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো জ্যাকেটে নতুনত্ব আনতে নকশায় রেখেছে ফিউশন, যা দেশীয়ও পাশ্চাত্যের মিশেল। ছেলেদের জ্যাকেটে আগে শুধু একরঙা জ্যাকেট পাওয়া গেলেও বর্তমানে বিভিন্ন প্রিন্টের ডিজাইন ও অ্যানিমেল বা ফিগার মোটিফের প্রিন্ট পাওয়া যাচ্ছে। বাহারি পোশাক, বৈচিত্র্যময় পোশাক, নজরকাড়া পোশাক যাই বলি না কেন, পোশাকের বাজারে ফ্যাশনেবল জ্যাকেটের যেন অন্ত নেই। শীতে জ্যাকেট উষ্ণতা দেওয়ার পাশাপাশি আপনাকে করে তুলবে দারুণ স্টাইলিশ।
বৈচিত্র্যময় করডোরি জ্যাকেট, ক্রপ জ্যাকেট, ডেনিম জ্যাকেট, লেদার জ্যাকেট, ক্যানভাস জ্যাকেট, টুইল জ্যাকেট বা কটন জ্যাকেট বাজারে মিলছে। এ ছাড়া লেদার বা পিউর লেদারের তৈরি ফ্যাশনেবল জ্যাকেট, কৃত্রিম লেদারের জ্যাকেট, টুইড জ্যাকেট, বেসিক ওয়েস্টলেস জিপ ফ্রন্ট, ক্ল্যাসিক লেন্থ জিপ ফ্রন্ট, বোম্বার জ্যাকেট মেয়েদের জ্যাকেটের জনপ্রিয় তালিকা।
বর্তমানে চামড়ার জ্যাকেট ছাড়া অন্য ট্রেন্ডি জ্যাকেট, বোম্বার, কর্ড কাপড়ের জ্যাকেট খুব সহজেই হাতে এবং ওয়াশিং মেশিনের সাহায্যে ধুয়ে ফেলা যায়। আর ভেতরের অংশে প্যাড বা ফোমবিহীন জ্যাকেটগুলো খুব দ্রুতই রোদে শুকিয়ে যায় বলে এ বছরের ফ্যাশনে বেশ পরিচিত লাভ করেছে।
জ্যাকেট আর ব্লেজারের সংমিশ্রণে তৈরি করা হচ্ছে নতুন ধরনের ব্লেজার জ্যাকেট। এ ধরনের ব্লেজার জ্যাকেট বন্ধুদের আড্ডা থেকে শুরু করে সান্ধ্য পার্টিতেও পরা যাবে অনায়াসে। তবে লেদারের জ্যাকেটগুলোয় নেকলাইন এবং আউটার প্যাটার্নে থাকছে বৈচিত্র্য। টার্টল, সোয়ান বা বোট নেক বেশ জনপ্রিয়। ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলের ডিজাইনের শামীম রহমান জানান, এ বছর জ্যাকেটের রঙের ক্ষেত্রে লাল, হলুদের মতো উজ্জ্বল রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছেলেদের সব সময়ের পছন্দ কালো আর নেভি ব্লু রঙের জ্যাকেট তো আছেই। শীতকালের কথা মাথায় রেখে হালকা ওজনের স্টাইলিশ ট্র্যাকার স্যুট নিয়ে এসেছেন তারা। এই জ্যাকেটগুলোর বাইরের আবরণে প্যারাস্যুট কাপড় ব্যবহার করা হয়েছে।
উজ্জ্বল ও হালকা- দুই ধরনের রং-ই শীতপোশাকে সমান জনপ্রিয়। জ্যাকেটের মধ্যে লাল, মেরুন, নীল, বেগুনি, ম্যাজেন্টা ছাড়াও ঘিয়ে, ধূসরের মতো রং খুব ব্যবহৃত হয়েছে। আবার মেয়েদের জ্যাকেটে হালকা গোলাপি, হালকা কমলা, সাদা ছাড়াও গাঢ় সবুজ, হলুদ, সর্ষে রং দেখা যাচ্ছে।
সারা লাইফ স্টাইল, টুয়েলভ,ভারগোসহ ঢাকার নিউমার্কেট, বঙ্গবাজার, রাজধানী সুপার মার্কেট, মৌচাক মার্কেট, ইস্টার্ন প্লাজা, পিংক সিটি, রাপা প্লাজা, সীমান্ত স্কয়ার, নর্থ টাওয়ার, পুলিশ প্লাজা, পলওয়েল কারনেশন, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন জায়গায় বাহারি ডিজাইনের জ্যাকেট মিলবে।
Parisreports / Parisreports

চুলের যত্নে তিসি ব্যবহার করবেন যেভাবে

ল্যাটিনা মেকআপ আসলে কী?

যে ফলের সঙ্গে রাখলে কলা দ্রুত পচে যায়

চিনি ছাড়ার সহজ ৫ উপায়

মুড সুইং ঠিক করতে যা খাবেন

শীতে কালো পোশাক কেন আরামদায়ক?

শীতে চুলের উপকারে ড্রাই শ্যাম্পু

খেজুর গুড়ের ৫ উপকারিতা

শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়

শীতের বাহারি জ্যাকেট

ঠান্ডা না গরম দুধ, কোনটিতে উপকার বেশি

রোগীর মনকে চাঙ্গা করে দিচ্ছে থেরাপি ডগ!
