সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শীতে কালো পোশাক কেন আরামদায়ক?


লাইফস্টাইল photo লাইফস্টাইল
প্রকাশিত: ৩-১-২০২৫ রাত ১২:১৫

শীত এলেই যেমন হাড়কাঁপুনি শুরু হয়, তেমন বাহারি রঙের পোশাক গায়ে চাপিয়ে ফ্যাশনে নতুননত্ব আনে মানুষ। গরমের পোশাকের চেয়ে শীতের পোশাক বেশি রংচঙা। কেন? এখানেও রয়েছে পদার্থবিজ্ঞানের খেল। বিশেষ করে তাপগতিবিদ্যার।

কিন্তু সেটা বুঝতে হলে আপনাকে কঠিন কঠিন সূত্র আয়ত্ব করার দরকার নেই। রঙের সঙ্গে তাপের সম্পর্ক আছে। সব রঙের জিনিসের তাপধারণ ক্ষমতা এক রকম নয়। সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে কালো রঙের জিনিস।

কালো রঙের জিনিস থেকে তাপ প্রতিফলিত হয় খুব কম। অন্যদিকে সবচেয়ে বেশি তাপ প্রতিফলিত করে সাদা রঙের জিনিস। তাই সাদা জিনেসের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। পোশাকের ক্ষেত্রেও রঙের ব্যাপারটা প্রেযোজ্য।

শীতকালে তাই সবচেয়ে আরামদায়ক হবে কালো রঙের পোশাক। সাদা রঙের পোশাক কম আরামদায়ক। কিন্তু সাদা বাদে অন্যান্য রঙের পোশাকও বেশ তাপ শোষণ করতে পারে। তাই কালো রঙের পোশাকই পরতে হবে শীতকালে, তার কোনো মানে নেই। চাইলে যেকোনো গাঢ় রঙের পোশাক পরতে পারেন।

Parisreports / Parisreports