শীতে চুলের উপকারে ড্রাই শ্যাম্পু

শীতে উৎসব-অনুষ্ঠানের পালা চলতেই থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে চুলের নানা সমস্যা। চুল আর্দ্রতা হারিয়ে ফেলে; প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুলের ফ্রিজিনেস বাড়তে থাকে। অন্যদিকে ঠান্ডায় অনেকেই প্রতিদিন চুল ধুতে পারেন না। ফলে মাথার ত্বকে চিটচিটে ভাবও বাড়ে, চুল হয়ে থাকে তেলতেলে।
এমন আবহাওয়ায় দারুণ কাজে আসবে ড্রাই শ্যাম্পু। নামেই বুঝতে পারছেন যে, এটিও এক ধরনের শ্যাম্পু কিন্তু অন্য শ্যাম্পুর মতো এটি তরল নয়। ফলে এটিকে সাধারণ শ্যাম্পুর মতো পানি দিয়ে ব্যবহার করা হয় না।
শ্যাম্পু করার পরেও চুলের চিটচিটে ভাব কাটছে না? জেনে নিন উপায়শ্যাম্পু করার পরেও চুলের চিটচিটে ভাব কাটছে না? জেনে নিন উপায়
সাধারণত দুই ধরনের ড্রাই শ্যাম্পু হয়ে থাকে। একটা পাউডার হিসেবে থাকে এবং অন্যটা স্প্রে ফর্মে থাকে।
শ্যাম্পুর সঙ্গে আসলে ড্রাই শ্যাম্পুর তুলনা হয় না। তবে শ্যাম্পু করার সময় না থাকলে এই ড্রাই শ্যাম্পুই আপনার চুলে এনে দিতে পারে ভলিউম। চুল না ধুয়েও ফ্রেশনেস আর ব্রাউন্সি ভাব পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে।
ব্যবহারের উপায়
কখনোই ভেজা মাথায় ড্রাই শ্যাম্পু লাগানো যাবে না। এতে সেটি কাদার মতো আকার ধারণ করবে। দিনের যেকোনো সময় ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। এজন্য প্রথমে চুল থেকে ক্লিপ, হেয়ার পিন ইত্যাদি খুলে নিতে হবে এবং চুলকে জটমুক্ত করতে হবে।
এরপরে স্ক্যাল্প বা মাথার ত্বকের একটু ওপর থেকে ড্রাই শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে। দেওয়ার পরে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। এই ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পের তেলকে শুষে নেবে। এতে আপনার চুলের চিটচিটে ভাব দূর হয়ে যাবে। সবশেষে চুল ভালো করে আঁচড়ে নিতে হবে যেন ড্রাই শ্যাম্পু চুলে ভালোভাবে মিশে যায় এবং বাইরে থেকে বোঝা না যায়।
চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন হোমমেড ড্রাই শ্যাম্পু। ১/৪ কাপ কর্নস্টার্চ, ১-২ চামচ কোকো পাউডার এবং ৫-১০ ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল নিন। এক্ষেত্রে রোজমেরি বা টি ট্রি অয়েল নিতে পারেন। একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি পছন্দের কৌটায় ঢেলে দিন।
ড্রাই শ্যাম্পুর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে, যা মাথার ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। তাছাড়া ড্রাই শ্যাম্পু কখনো চুলকে পরিষ্কার করে না। বরং ঘনঘন ব্যবহারে মাথার ত্বকে ধুলোবালি, তেল, মৃত কোষ জমতে থাকে।
ড্রাই শ্যাম্পু ব্যবহারে মাথার ত্বকে র্যাশও বেরোতে পারে। চুলকানি, অ্যালার্জি, র্যাশের সমস্যা দেখা দিতে পারে। তাই ড্রাই শ্যাম্পু ব্যবহারের পর দ্রুত পানি দিয়ে চুল ধুয়ে নেবেন।
Parisreports / Parisreports

চুলের যত্নে তিসি ব্যবহার করবেন যেভাবে

ল্যাটিনা মেকআপ আসলে কী?

যে ফলের সঙ্গে রাখলে কলা দ্রুত পচে যায়

চিনি ছাড়ার সহজ ৫ উপায়

মুড সুইং ঠিক করতে যা খাবেন

শীতে কালো পোশাক কেন আরামদায়ক?

শীতে চুলের উপকারে ড্রাই শ্যাম্পু

খেজুর গুড়ের ৫ উপকারিতা

শীতে পা ফাটা দূর করার ঘরোয়া উপায়

শীতের বাহারি জ্যাকেট

ঠান্ডা না গরম দুধ, কোনটিতে উপকার বেশি

রোগীর মনকে চাঙ্গা করে দিচ্ছে থেরাপি ডগ!
