নোয়াখালীতে এনআরডিএসের আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উদ্যোক্তা সৃষ্টি ও সমৃদ্ধি অর্জনে বিনিয়োগ শিরোনামে এনআরডিএস মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, নোয়াখালীতে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এর সভাপতিত্বে এবং আঞ্চলিক ব্যবস্থাপক সুমন মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় সংস্থার পশ্চিম অঞ্চলের এলাকা ও শাখা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উর্ধ্বতন ব্যবস্থাপনা টিম এবং প্রধান অফিসের কর্মকর্তাগণ সহ দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করে।
স্বাগত বক্তব্যে নির্বাহী পরিচালক বলেন, বিগত বছরে রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘস্থায়ী বন্যার প্রভাব মোকাবেলা করে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দ্রুত স্বাভাবিক গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সামনের সারির যোদ্ধা হিসেবে ঋণ কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আরো বলেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রান্তিক পর্যায়ে নতুন নতুন উদ্যোগ ও ব্যবসা বানিজ্য বিকাশের সম্ভাবনা তৈরী হয়েছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলহানির ক্ষতি পুষিয়ে নিতে কৃষিজীবী মানুষ বিভিন্ন উদ্যোগ নিয়ে সফলতা লাভ করছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও এনআরডিএস এর কয়েকটি শাখা প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে; কয়েক জন ঋণ কর্মকর্তা কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানব সম্পদ ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম বিগত বছরে সঞ্চয় আদায়, ঝুঁকিমুক্ত বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি, খেলাপী প্রতিরোধ ইত্যাদি বিভিন্ন সূচকে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করা ১৬ জন ঋণ কর্মকর্তার নাম ঘোষণা করেন। তাদের অভিনন্দন ও প্রণোদনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও হিসাব ব্যবস্থাপক হাফেজ আহমেদ, ব্যবস্থাপক-ফিল্ড অপারেশন জিয়াউর রহমান; পূর্ব অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, মনিটরিং ও অডিট বিভাগের প্রধান বিপ্লব ভৌমিক, কর্মসূচী কর্মকর্তা মনোয়ারা আক্তার মিনু ও রুনা আক্তার। সভায় আলোচনাপত্র উপস্থাপন করেন সোমপাড়ার শাখা ব্যবস্থাপক সাজিয়া হোসেন সজিব।
অতীতের মতো সকল বাধা অতিক্রম করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে নিরাপদ বিনিয়োগের সম্মিলিত অঙ্গীকার নিয়ে আঞ্চলিক সমন্বয় সভার সমাপ্ত হয়।
Parisreports / Parisreports

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হলো

কারফিউ শিথিল, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান

সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে সংঘর্ষে তিনজন নিহতের খবর

গোপালগঞ্জে কারফিউ জারি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
