চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬)।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুই পাশে উত্তেজনা দেখা দেয়।
বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, চৌকা ও কিরণগঞ্জ বর্ডার এলাকার মাঝামাঝি স্থানে ১৭৭ এর থ্রি-এস বরাবর কিছু আম গাছ ছিল। সেখানে আম গাছ কাটাকে নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে দুই দেশের জনগণ নিজ নিজ দেশের জন্য শূন্য লাইন বরাবর দাঁড়িয়ে যায়। এ ব্যাপারে আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি। এছাড়া বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। শূণ্য লাইন কেউ যেন অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে এবং সামনেও থাকবে। আমরা তাদেরকে (জনগণকে) রিকুয়েস্ট করতে চাই শূন্য লাইন থেকে দূরে সরে আসার জন্য। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তত আছি।
Parisreports / Parisreports

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা নিহত ২

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে আগুন

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা

পাগলা মসজিদের দানবাক্সে ৯ কোটি ১৭ লাখ টাকা

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
