বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৫ রাত ১০:৮

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বাহিনী। এছাড়া, এক সেনা কর্মকর্তার খোঁজ মিলছে না বলেও জানানো হয়।

শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ২৫ জনের সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। তাছাড়া চাকরিরত ১৫ জনের মধ্যে একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছে। আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের মতো কোনো অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত হিসেবে গণ্য হওয়ার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব‍্যাখা চাওয়া হবে। এ সময় ৫৪ বছরে সেনাবাহিনী সদস্যদের সকল ধরনের অপরাধে সেনা আইনে বিচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২২ অক্টোবরের মধ‍্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই ব‍্যাখা পাবো বলে আশা করছি। এ সময় সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

গুম হওয়াদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে থাকাকালীন কর্মকর্তারা কোনো অপরাধ করেনি। বিভিন্ন বাহিনীতে প্রেষণে থাকাকালীন তারা অপরাধে জড়িয়েছি।

নির্বাচন প্রসঙ্গে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা ৩ থেকে ৪ ভাগ বাড়ানো হবে।

Parisreports / Parisreports

দুই উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রবাসীদের স্মার্টফোন ব্যবহারে ৬০ দিনের ছাড়

এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরায় কোনো বিধিনিষেধ নেই

রাজধানীর যেসব এলাকায় সক্রিয় ‘নিশাচর’ ছিনতাইকারীরা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে ৮৮ কিমি বেগে এগোচ্ছে

শূন্য হাতেই যুক্তরাষ্ট্র থেকে ফিরল ৩৯ বাংলাদেশি

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে ইকামা ও ভিসা ফি