দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, বছর বছর দেশে ভূমিকম্পের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১টি। ২০২৪ সালে তা আরও বেড়ে হয় ৫৪টি। সবশেষ মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে ৪ বার কম্পন শঙ্কা বাড়িয়েছে বহুগুণ।
এ ব্যাপারে ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার মনে করেন, সাপ্রতিক ভূমিকম্পের কারণে বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে। তাই আগে থেকে প্রস্তুতি নেয়া অত্যন্ত প্রয়োজন। এর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করার কোনো বিকল্প নেই।
যদিও ভূমিকম্প কখন, কোথায় হবে—কেউই আগে থেকে নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু কিছু সহজ প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা, জরুরি সরঞ্জাম প্রস্ত্তত রাখা এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্বপরিকল্পনা রাখার মতো বিষয়গুলি জীবন রক্ষা করতে পারবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।
এর বাইরেও জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তোলা এবং প্রশিক্ষিত জনবল তৈরি রাখতে হবে। সঙ্গে নিয়মিত মহড়া এবং অবৈধ, অপরিকল্পিত এবং ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করার ব্যবস্থা গ্রহণকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সার্বিক পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে সরকারও। সোমবার (২৪ নভেম্বর) এ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হবে। আর রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণ এবং বড় কোনো ভূমিকম্প পরিস্থিতি সামাল দেয়ার সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং পদক্ষেপ গ্রহণের কথা জানালেন দুর্যোগ এবং ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
Parisreports / Parisreports
দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে
কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে ইকামা ও ভিসা ফি
নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সংশোধন কার্যক্রম
মেট্রোরেলের লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল
পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির মৃত্যু ডিবি হেফাজতে
ইট আর মাটিতে চাপা পড়ে নিভল ৬ প্রাণ, আহত শতাধিক
পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
রামপুরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার
কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী
গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি